স্পোর্টস ডেস্ক: আগামী শুক্রবার ইউরোপা লিগ বিজয়ী এইনট্র্যাখ ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচ দিয়ে বুন্দেসলিগার শিরোপা রক্ষার মিশন শুরু করবে বায়ার্ন মিউনিখ। তাদের আশা সম্প্রতি তারকা স্ট্রাইকার রবার্ট লিওয়ানোদস্কিকে হারানোর পরও লিগে নিজেদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হবে।
এই প্রথমবারের মতো সামর্থ্যের দিক থেকে কিছুটা দূর্বল মনে করা হচ্ছে বায়ার্নকে। তারপরও টানা ১১বারের মতো ঘরোয়া লিগ শিরোপা জয়ের জোড়ালো দাবীদার ক্লাবটি।
অ্যালিয়াঞ্জ অ্যারেনায় দীর্ঘ আট বছরের ক্যারিয়ারে লিওয়ানোদস্কি সব ধরনের প্রতিযোগিতায় ৩৭৫টি ম্যাচে অংশ নিয়ে ৩৪৪টি গোল করেছেন। এবার তাকে দেখা যাবেনা দলের আক্রমনভাগে। তারপরও গত শনিবার আরবি লিপজিগের বিপক্ষে ৫-৩ গোলের জয় নিয়ে সুপার কাপের শিরোপা লাভ করায় কিছুটা স্বস্তিবোধ করতে পারেন কোচ জুলিয়ান নাগেলসম্যান। ওই ম্যাচে বেভারিয়ানদের হয়ে গোল করেছেন দলের ৫জন ভিন্ন খেলোয়াড়।
বায়ার্ন মিউনিখের সিইও অলিভার কান মনে করেন লিভারপুল থেকে দলে ভেড়ানো সাদিও মানে তাদের আক্রমনের ধার অক্ষুন্ন রাখতে কার্যকরী ভুমিকা রাখতে পারে। দশম বারের মতো সুপার কাপ জয়ের পর কান বলেন, ‘আপনারা দেখেছেন আক্রমনভাগে আমরা কতগুলো সুযোগ সৃস্টি করেছিলাম। আমাদের ফর্মেশনে কতটা বৈচিত্র ছিল এবং আমরা কতটা বিষ্ময় উপহার দিয়েছি।’
রক্ষনের দূর্বলতা গুলোও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। জুভেন্টাস থেকে দলভুক্ত করা সেন্টার ব্যাক ম্যাথিজ ডি লিটকে দিয়ে রক্ষনভাগের ঘাটতি পুরণ করতে চায় বায়ার্ন। ম্যাচের দ্বিতীয়ার্ধে তিনটি গোল হজম করেছে জার্মান চ্যাম্পিয়নরা। যে কারণে সেখানে কাজ করতে হবে কোচ নাগেলসম্যানের। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।