স্পোর্টস ডেস্ক : সব ধরনের খেলাধুলা বন্ধ থাকায় ক্রিকেটারদের সময় কাটছে বাসায় বসে। তবে শুধু বসে না থেকে সবাই নিজেদের মতো করে সময়টা উপভোগ করার চেষ্টা করছেন। যেমন ভারতের তারকা স্পিনার রবীন্দ্র জাদেজা। এবার তাকে দেখা গেল সত্যিকারের তলোয়ার হাতে নিয়ে ঘোরাতে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি প্রশংসা কাড়ল ডেভিড ওয়ার্নারের।
রবিবার টুইটারে এক ভিডিও পোস্ট করেছেন জাদেজা। যাতে খাপ থেকে তলোয়ার বের করে তা ঘোরাতে দেখা গেছে তাকে। তিনি ক্যাপশন করেছেন, ‘তলোয়ার তার ধার হারাতে পারে, কিন্তু কখনই প্রভুকে অমান্য করে না।’ সেই ভিডিওতেই আবার বিধ্বংসী অজি ওপেনার ডেভিড ওয়ার্নার লিখেছেন ‘দুর্দান্ত!’
কয়েক দিন আগেই ডেভিড ওয়ার্নার একটি ভিডিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা গেছে জাদেজার ‘সোর্ড সেলিব্রেশন’ তিনি নকল করছেন। এই ভিডিও আবার তোলা হয়েছিল গত বছরের আইপিএল চলাকালীন। সেই ভিডিও পোস্ট করে ওয়ার্নার ক্রিকেটপ্রেমীদের কাছে জানতে চেয়েছেন যে, জাদেজার মতো দক্ষতা তার আছে কি না। ওয়ার্নারের সেই ভিডিওতে মন্তব্য করেছিলেন বিরাট কোহলি, ঋদ্ধিমান সাহারা। এবার জাদেজার দক্ষতার প্রশংসা করলেন ওয়ার্নার।
A “SWORD” MAY LOOSE IT’S SHINE,BUT WOULD NEVER DISOBEY IT’S MASTER #rajputboy pic.twitter.com/kKyKQ9vSWk
— Ravindrasinh jadeja (@imjadeja) April 12, 2020
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।