Advertisement
জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের সদরে আসামি ধরতে গিয়ে স্ট্রোক করে এসআই তানজিল আল আসাদ (৪৮) নামে এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
তানজিল আল আসাদ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় কর্মরত ছিলেন। সে গাজীপুর জেলার নুরুল হক প্রধানের ছেলে।
কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকালে এসআই তানজিল ওয়ারেন্টের আসামি ধরতে সদর উপজেলার চর নিলক্ষিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে যায়। সেখানে গিয়ে সে হঠাৎ স্ট্রোক করে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যাচাই করে নিন আপনার দৃষ্টিশক্তি, ছবিতে কয়টি নাম্বার আছে খুঁজে বের করুন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।