জুমবাংলা ডেস্ক : সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে ডাকাতির মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তার স্বজনরা। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
গত রবিবার (১৪ মার্চ) রাতে স্থানীয় শান্তি বাজারে ঘটনাটি ঘটেছে। তবে সোমবার (১৫ মার্চ) সন্ধ্যা পর্যন্ত পুলিশ পালিয়ে যাওয়া আসামিকে ধরতে পারেনি বলে জানা গেছে।
পুলিশ জানায়, জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে তিন পুলিশ সদস্য গত রোববার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোণা গ্রামের মৃত মিছকন্দর আলীর ছেলে ডাকাতি মামলার ওয়ারেন্টেভুক্ত আসামি আব্দুস শহিদকে (৪৫) আটক করে থানায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় আসামির স্বজনরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরিহিত অবস্থায় তাকে ছিনিয়ে নিয়ে যান।
হামলার ঘটনায় এসআই শহিদুল, এসআই শফিকুল ও কনস্টেবল নিয়ামুল ইসলাম। তাদেরকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়।
জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই রাজিব আহমদ বলেন, ডাকাতি মামলাসহ একাধিক মামলার আসামি আব্দুস শহিদকে গ্রেফতার করে নিয়ে আসার সময় পুলিশের ওপর অর্তকিতভাবে হামলা চালায় তার স্বজনরা। পুলিশকে মারধর করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায় তারা। এতে আমাদের তিন পুলিশ সদস্য আহত হন। পলাতক আসামিকে এখনো গ্রেফতার করা যায়নি। তবে এ ঘটনায় চারজনকে গত রাতে আটক করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পালিয়ে যাওয়া আসামিসহ হামলাকারীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।