আসামে পিকনিক বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ট্রাক ও বাসের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ২৭ জন।

গোলাঘাট জেলার দেরগাঁওয়ের কাছে বালিজান এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ভারতের সংবাদ সংস্থা এএনআই।

আজ ভোর ৫টায় আসামের দেরগাঁওয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় যাত্রীবাহী বাসের। বাসটিতে তখন ৪৫ জন যাত্রী ছিলেন।

পুলিশ বলছে, যাত্রীবাহী বাসটি তিনসুকিয়ার তিলিঙ্গা মন্দিরের পথে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পিকনিকে যাওয়ার উদ্দেশে রাত ৩টার দিকে ওই বাসে করে যাত্রীরা তাদের যাত্রা শুরু করে। গন্তব্যের কাছাকাছি পৌঁছালে মার্গেরিটা থেকে আসা একটি কয়লা বোঝাই ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে জোরহাট মেডিকেল কলেজে ভর্তি করে।

গোলাঘাটের পুলিশ সুপার রাজেন সিং জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থলেই মৃত্যুবরণ করা ১৪ জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানান গোলাঘাটের ডেপুটি কমিশনার পি উদয় প্রবীণ।

তিনি বলেন, ‘আমরা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছি। সম্প্রতি দিল্লির সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে একটি বৈঠক করেছি এবং এনএইচডিসিএল (ভারত সরকারের মহাসড়ক ও অবকাঠামো সংক্রান্ত কোম্পানি) আমাদের আশ্বস্ত করেছে যে, মহাসড়কে সাইনবোর্ডের সঠিক ব্যবহার এবং অন্যান্য সংশোধনের কাজ এক মাসের মধ্যে শেষ হবে। আজকের এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। পুলিশ এবং কর্তৃপক্ষ তদন্ত শেষ করার পরেই কেবল কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে সে সম্পর্কে আমরা আরও পরিষ্কারভাবে বলতে পারব।’