আন্তর্জাতিক ডেস্ক : আসামের চূড়ান্ত নাগরিকপঞ্জি তথা এনআরসি তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকা থেকে প্রায় ১৯ লাখ মানুষের নাম বাদ পড়েছে। তবে এখানেই শেষ নয়, সমীক্ষায় উঠে এসেছে আরও এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, আসামে এক লাখের বেশি আদিবাসী সম্প্রদায়ের মানুষের নাম নেই জাতীয় নাগরিক তালিকায়। অথচ এই আদিবাসীদেরকেই আসামের আসল বাসিন্দা হিসেবে বলা হয়ে থাকে। সোমবার এমনটাই জানিয়েছে দিল্লির ‘দ্য রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ’।
মানবাধিকার সংগঠনটি এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, ‘প্রাথমিক সার্ভেতে দেখা যাচ্ছে, ২৫ হাজার বোড়ো, ৯ হাজার রিয়াং, ৮ হাজার হাজং ও অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ বাদ গেছে এনআরসিতে।’
আসাম সরকার সুপ্রিম কোর্টে জমা দেয়া একটি তথ্যে জানায়, ২২ হাজার ৩৯৮ জন আদিবাসী, যারা জঙ্গল অঞ্চলে বাস করছেন, তাদের তো নিজেদের জমি নেই। দেখা গেছে, ৩৬ হাজার রিয়াং বাদ পড়েছেন এনআরসিতে। এই রিয়াং উপজাতির অবস্থা খুব খারাপ। বেশির ভাগই চাষবাস করেন। শিক্ষার হার মাত্রাতিরিক্ত কম।
সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী গত ৩১ আগস্ট আসামে জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশ হয়। ওই তালিকায় নাম বাদ পড়েছে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জনের। কেন্দ্রীয় সরকার অবশ্য আগেই বলেছে যে যাদের নাম চূড়ান্ত নাগরিক তালিকায় স্থান পায়নি সমস্ত আইনি বিকল্প শেষ না হওয়া পর্যন্ত তাদের এখনই বিদেশি ঘোষণা করা যাবে না। এনআরসির বাইরে থাকা প্রতিটি ব্যক্তি বিদেশি ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। আবেদন করার সময়সীমা ১২০ দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।