আন্তর্জাতিক ডেস্ক : একজনের ‘লাল সেলাম’ বন্ধ করতে গিয়ে শতশত মানুষের ‘সেলামে’ বিপর্যস্ত আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল। কৃষক নেতা অখিল গগৈসহ আরও কয়েকজনের বিরুদ্ধে প্রশাসন থেকে এই শব্দ ব্যবহার করার অভিযোগ আনায় মূলত মুখ্যমন্ত্রীকে নেটিজেনরা গণহারে এভাবে সম্বোধন করছেন।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গত বছর গ্রেফতার হওয়া অখিল এবং বিট্টু সেনোওয়ালের বিরুদ্ধে এখন ‘লাল সেলাম’, ‘কমরেড’ সম্বোধনের অভিযোগ এনে চার্জশিট দিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।
এনআইয়ের অভিযোগ, অখিল এবং তার তিন সহযোগী কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত। এই দলটির বিরুদ্ধে আসামে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আছে।
সর্বানন্দের বিরুদ্ধে ফেইসবুক উত্তাল হতে থাকে ৪ জুন থেকে। ৬-৭ তারিখে এসে এই প্রবণতা ভাইরাল হয়। ওই দিনগুলোতে তার ভেরিফায়েড ফেইসবুকের বিভিন্ন পোস্টে সাধারণ মানুষ ‘কমরেড’, ‘লাল সেলামের’ পাশাপাশি ‘ইনকিলাব জিন্দাবাদ’ বলতে থাকেন।
একজন লিখেছেন, ‘লাল সেলাম কমরেড। এই কালোদিন আমরা জয় করবো।’
অখিল গগৈ গত বছরের ১৬ ডিসেম্বর আটক হন। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ বি, ২৫৩ এ, ১৫৩ বি ধারায় মামলা করে এনআইএ। এছাড়া স্থানীয় আইনের ১৮ ও ৩৯ ধারায় মামলা দায়ের হয়।
আরেক নেতা বিট্টু সোনোওয়ালের বিরুদ্ধে দায়ের করা চার্জশিটেও এনআইএ জানিয়েছে, তিনি লেনিনের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে লেখেন, ‘পুঁজিবাদীরা আমাদের যে দড়ি দিয়ে বিক্রি করবে, আমরা তাতেই তাদের ঝুলিয়ে দেব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।