আসিফ নজরুলের ফেসবুক স্ট্যাটাস নিয়ে সমালোচনার ঝড়

জুমবাংলা ডেস্ক : আফগানিস্তানে তালেবান বিদ্রোহীদের ক্ষমতা দখলের পর কাবুল বিমানবন্দরের দৃশ্যের সঙ্গে বাংলাদেশের তুলনা করে সামাজিকমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (১৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে।’ এরপরেই তার বিরুদ্ধে সমালোচনার ঝড় তোলেন নেটিজেনরা।

তার এই বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার শাহ আলী ফরহাদ এক মন্তব্যে বলেন, ‘আসিফ নজরুল কী শেষমেশ স্বীকার করলেন তার প্রিয় বিএনপি-জামায়াত আসলে বাংলাদেশের তালিবান?’

আজাদ মাস্টার নামে এক ফেসবুক ব্যবহারকারী বলেন, ‘জাতীয় নির্বাচনে কয়েক বছর আগে তালেবান স্টাইলে তারা বোমাবাজি, পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে সাতক্ষীরা, চাপাইনবাবগঞ্জের মতো নানা জায়গা দখল করে হত্যাযজ্ঞ করে ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছেন। সেইটা তো ফ্লপ হয়েছে, এখন দুধের স্বাদ ঘোলে মেটাতে আসিফ নজরুল স্যার কাবুলে হিজরত করতে পারেন ইচ্ছা করলে।’

কেউ কেউ তাকে গ্রেপ্তারেরও দাবি জানিয়েছেন। অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম বলেন, ‘আসিফ নজরুল জঙ্গি-সন্ত্রাসীদের লোক। তাকে অবিলম্বে গ্রেফতার করে রিমান্ডে নিলে সব …’

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল ইসলাম সজিব বলেন, ‘কাবুলে যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে নির্বাচন কমিশনার ছিলেন চিপ নরজুল ভাই।’

আর মাহমুদুর রহমান নামের এক নেটিজেন বলেন, ‘আওয়ামী লীগ আছে বলে সাধু আপনি এখনও আছেন,তা না হলে হয় বিশ্ববিদ্যালয় এলাকায় রগকাটা মৃতদেহ উদ্ধার হবে, আর না হয় আফগানদের মতো প্ল্যান আকাশে দেখলে পিছে পিছে দৌড়াতে শুরু করবেন পাগলের মতো…’

https://www.facebook.com/Dr.Asifnazrul/posts/383888246433093

আসিফ নজরুলের পোস্টের নিচে কমেন্টে এম রাহমান নামের এক ব্যক্তি বলেন, ‘কাবুলের এই দৃশ্য কি কোনো নির্বাচনের পরে হয়েছে? না কি কতগুলো বর্বর অস্ত্রের জোরে রাস্ট্রক্ষমতা দখল করার পরে হয়েছে? মনে হচ্ছে আপনি চাচ্ছেন বাংলাদেশেও এরকমভাবে আবার কেউ বন্দুকের জোরে রাস্ট্রক্ষমতা দখল করুক! একটা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ প্রানভয়ে পালাচ্ছে আর আপনি সেটাকে সুষ্ঠু নির্বাচনের আউটকাম বানিয়ে দিলেন। ৭১ সালে এক কোটিরও বেষি লোক পাক বাহিনীর ভয়ে বাংলাদেশ থেকে পালিয়েছিলো। সেটাও বুঝি সুষ্ঠু নির্বাচনের হবার কারণে হয়েছিল?’

আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর আফগানরা দেশ ছাড়তে কতটা মরিয়া হয়ে উঠেছে তারই এক বিস্ময়কর চিত্র ফুটে উঠেছে একটি মার্কিন কার্গো বিমানের ছবিতে।

এতে দেখা গেছে, গাদাগাদি, ঠাসাঠাসি করে বিমানে বসে আছে শত শত আফগান নারী-পুরুষ ও শিশু। কেউ ব্যাগপত্র ধরে রেখেছেন, কেউ শিশু সন্তানকে বুকে আঁকড়ে রেখেছেন, বিমানের মেঝেতে যে যেখানে জায়গা করতে পেরেছেন সেখানেই বসে পড়েছেন।

কাবুল বিমানবন্দর থেকে মার্কিন কার্গো বিমান সি-১৭ গ্লোবমাস্টারের ফ্লাইটে রোববার প্রায় ৬৪০ আফগান নাগরিক এভাবেই চড়ে বসেন বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। বিমানের ভেতরকার এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।