বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের পূর্ণ্যদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’।
নয় ধরনের নয়টি গানের ওপর ভিত্তি করে লেখা হয়েছে এর চিত্রনাট্য। সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। গত ২০ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পায়। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরে দর্শকদের সঙ্গে সিনেমাটি দেখেছেন আসিফ আকবরসহ সিনেমাটির কলাকুশলীরা। আগামী ২৫ ডিসেম্বর হবু শ্বশুরবাড়ী রংপুর যাবেন বলে এক স্ট্যাটাসে জানান। যদিও দুষ্টুমির ছলে হবু শ্বশুরবাড়ীর কথা বলেছেন বলে জানা যায়।
‘গহীনের গান’ তার নতুন চ্যালেঞ্জ বলে দাবি করে তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। জুমবাংলাডটকমের পাঠকদের জন্য তা তুলে ধরা হলো—
‘প্রচন্ড শীতে কাবু দেশ।আমি ছুটছি গহীনের গান নিয়ে, সঙ্গে আমার দল। তারপরও হলগুলো থেকে মোটামুটি ভাল রিপোর্ট আসছে। এই শীতকে প্রতিপক্ষ ভেবেই আমরা বিভিন্ন হলে যাচ্ছি। আজ যমুনা ব্লক-বাস্টার থেকে যাওয়ার কথা টঙ্গী চম্পাকলি হল এবং সাভার চন্দ্রিমা হলে। সারাটাদিন গেল রাস্তায়, অবরোধের কারনে পূর্বঘোষিত শিডিউল মেইনটেন করা সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক থাকলে কাল ইনশাল্লাহ দুপুর তিনটায় টঙ্গী এবং সন্ধ্যা ছয়টায় যাচ্ছি চন্দ্রিমায়।সোমবার আসছি নারায়ণগঞ্জ মেট্রো ইন সিনেমা হলে।সব ওকে থাকলে ২৫ ডিসেম্বর আসছি আমার হবু শ্বশুরবাড়ী রংপুর শাপলা টকিজে।ভবিষ্যতে সব শহরে যাওয়ার প্ল্যানও হচ্ছে যেখানে গহীনের গান যাবে। এতে করে আপনাদের সাথে আমার সরাসরি দেখা হওয়ার সুযোগ হবে। আমি কৃতজ্ঞ আমার পাগলা ফ্যানদের কাছে যারা দুরদুরান্ত থেকে এসে গহীনের গান দেখেছেন।গহীনের গান আমার নতুন চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জ মোকাবেলার সবচেয়ে কার্যকরী সহায়ক শক্তি আপনারা। আমার যে কোন সাফল্যই সংগ্রামের মধ্যে দিয়ে এসেছে, সবসময় আপনাদের ভালবাসাই ছিলো আমার মুল শক্তি। ছবিটি একবার দেখে আবার দেখবেন, বারবার দেখবেন- কারন গহীনের গান আপনার জীবনের কথাই বলবে।ভালবাসা অবিরাম …।’
বাংলাঢোল প্রযোজিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন সাদাত হোসাইন। ‘গহীনের গান’-এ আসিফের সহশিল্পীরা হলেন— হাসান ঈমাম, তমা মির্জা, তানজিকা আমিন, আমান রেজা, কাজী আসিফ, তুলনা প্রমুখ।
সিনেমার ৯টি গানের বেশির ভাগই লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুণ মুন্সী। দুটি গান লিখেছেন রাজীব আহমেদ এবং একটি লিখেছেন পরিচালক নিজে। ‘বন্ধু তোর খবর কি রে’ গানটির সুর করেছেন পল্লব স্যানাল ও সংগীত পরিচালনা করেছেন পার্থ মজুমদার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।