আসুস ভিভোবুক লাইনের মিড রেঞ্জের তিনটি ল্যাপটপ মার্কেটে রিলিজ করা হয়েছে। নতুন তিনটি মডেল হচ্ছে ভিভোবুক ১৪ ওএলইডি, ১৫ ওএলইডি, এবং ভিভোবুক ১৬।
ভিভোবুক ১৪ ওএলইডি ডিভাইসে ১৪ ইঞ্চির OLED প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ল্যাপটপের ডিসপ্লের রেজুলেশন হচ্ছে ২৮৮০ গুণ ১৮০০ পিক্সেল। রিফ্রেশ রেট হচ্ছে ৯০ হার্জ এবং ৬০০ নিট পর্যন্ত ব্রাইটনেস দিতে পারবে ডিভাইসটির ডিসপ্লে।
এমডি রাইজেন ৭ চিপসেট ল্যাপটপে ব্যবহার করা হয়েছে। ডিডিআর-৪ বিশিষ্ট আট জিবি র্যাম ইনস্টল করা হয়েছে যা ১৬ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে। ল্যাপটপটির স্টোরেজ মডেল ভেদে ২৫৬ থেকে ১ টেরাবাইট পর্যন্ত দেওয়া থাকবে।
পাশাপাশি এনভিএমই এসএসডি এর ফিচার তো থাকছে। তিনটি ইউএসবি পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট ও একটি ৩.৫ মিলিমিটারের অডিও পোর্ট দেওয়া হয়েছে। এ সকল ফিচার তিনটি ল্যাপটপের ক্ষেত্রে একইরকম হবে।
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ৪৫ ওয়াটের এসি এডাপ্টার চার্জের জন্য দেওয়া হয়েছে। ভিভোবুক ১৪ ওএলইডি ল্যাপটপে ৫০ ওয়াট এবং ভিভোবুক ১৬ ল্যাপটপে ৪২ ওয়াটের ব্যাটারি ইনস্টল করা হয়েছে।
ভিভোবুক ১৪ ওএলইডি ল্যাপটপের ওজন হচ্ছে ১.৬ কেজি এবং ১৫ ওএলইডি ল্যাপটপের ওজন হচ্ছে ১.৭ কেজি এবং ভিভোবুক ১৬ ল্যাপটপটির ওজন হচ্ছে ১.৮ কেজি। ভিভোবুক ১৫ ল্যাপটপটির রেজুলেশন হচ্ছে ২৮৮০ গুণ ১৬২০।
অন্যদিকে ভিভোবুক ১৬ ল্যাপটপটির ডিসপ্লের রেজুলেশন হচ্ছে ১৯৮০ গুণ ১২০০। এখানে ষোল ইঞ্চি এর আইপিএস এলসিডি প্যানেল এর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে ভিভোবুক ১৫ ল্যাপটপে ১৫.৬ ইঞ্চির ওএলইডি প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।