আহারে চাকরি!


জুমবাংলা ডেস্ক : পুলিশের জীবন তো আর কখনো থেমে থাকে না। আজ সরকারি ছুটির দিনে মাফ তো দূরের কথা, ডিউটির ঝাঁঝ আরেক দফা সরস!!

পবিত্র আশুরার ডিউটিতে সহকর্মী কিছু উৎকৃষ্ট আর বিশুদ্ধ আত্মার উপস্থিতি কষ্টটা প্রাণবন্ত করেছিল মিশন বিবি-কা রওজা টু ধানমন্ডি লেক পাড়!

দেখে বোঝার উপায় নেই কিছুক্ষণ আগেই কতটা পথ হেঁটে, দৌড়ে আর গাড়িতে পেরিয়ে মূল গন্তব্যে পৌঁছে সবার একটু হাফ ছেড়ে বাঁচা।

আহারে চাকরি!! এটা না পেলে আজ ছুটিতে বৃষ্টির দিনে গরম ভুনা খিচুড়ি খেয়ে বৌ-বাচ্চা নিয়ে কিভাবে ঘুমোতাম? আজকের এই সুন্দর দিনটায় আমাদের আয়েশে ঘুম আর বেড়ানোটা কি আজ আসতো? আহ্! ডিউটি তুমি কত আনন্দের! মজাই মজা!

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক : ভারপ্রাপ্ত কর্মকর্তা, সূত্রাপুর থানা, ডিএমপি।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *