জুমবাংলা ডেস্ক : মমতাজ হারবাল টিউব মেহেদিতে তরুণীর হাত ঝলসে যাওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
আড়ং থেকে মমতাজ হারবাল টিউব মেহেদি কিনে ব্যবহারের পর ওই তরুণীর দুই হাতে কালো ছোপ ছোপ দাগ হয়ে র্যাশ পড়েছে।
ভোক্তা অধিকার অধিদপ্তরে তার অভিযোগটি প্রমাণিত হলে মমতাজ হারবাল প্রোডাক্টসকে জরিমানা করেন অধিদফতরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।
তিনি জানান, গত ৩ অক্টোবর আড়ং থেকে মমতাজ হারবাল টিউব মেহেদি কেনেন রাশিদা খাতুন নামের ওই তরুণী। ওই মেহেদি ব্যবহারের পর তার দুই হাতে কালো ছোপ ছোপ দাগ পড়াসহ র্যাশ দেখা যায়। রাশিদা খাতুন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগ দায়ের করেন। অভিযোগের শুনানির প্রাক্কালে উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টির সত্যতা পাওয়া যায়।
এমনকি মমতাজ হারবাল কর্তৃক তৈরিকৃত মেহেদিতে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও উপাদানের বর্ণনাসহ প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণ পাওয়া যায়নি।
এসব অপরাধে অভিযুক্ত প্রতিষ্ঠান মমতাজ হারবাল প্রোডাক্টসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী অভিযোগকারীকে জরিমানার চারভাগের একভাগ টাকা দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


