Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home আয়কর রিটার্ন কে কীভাবে জমা দেবেন
    লাইফস্টাইল

    আয়কর রিটার্ন কে কীভাবে জমা দেবেন

    September 24, 20226 Mins Read

    লাইফস্টাইল ডেস্ক : নতুন অর্থবছর শুরু হয়েছে প্রায় তিন মাস। চলছে আয়কর রিটার্ন দাখিল। করদাতারা রিটার্ন দাখিল করছেন। আগের অর্থবছর অর্থাৎ ২০২১ সালের জুলাই থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব করে বার্ষিক রিটার্ন জমা দিচ্ছেন অনেকে। প্রতি বছর ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সাধারণভাবে রিটার্ন দাখিল করা যায়। করদাতারা নিজস্ব আয়কর সার্কেল অফিস থেকে অথবা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট থেকে রিটার্ন ফরম সংগ্রহ করে রিটার্ন জমা দিতে পারেন। যার যার সার্কেল অফিসে রিটার্ন জমা দিতে হয়। অনলাইনেও রিটার্ন দাখিলের ব্যবস্থা আছে, তবে তা সব সার্কেলে এখনও কার্যকর নয়। নির্ধারিত সময়ে রিটার্ন জমা না দিলে জরিমানা ও করের ওপর বিলম্ব সুদ দিতে হয়। তাই সময়মতো রিটার্ন দাখিল করা ভালো। তবে বিশেষ কোনো কারণে সময়মতো রিটার্ন দাখিল না করা গেলে নিজের সার্কেলের উপ-কর কমিশনারের কাছে আবেদন করে সময় নেওয়া যায়। এ বছর করদাতাদের বাইরে ৩৮ ধরনের কাজ, যেগুলো আগে টিআইএন সনদ দিয়ে করা যেত, সে ক্ষেত্রেও রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

    আয়কর রিটার্ন

    যিনি চলতি করবর্ষে প্রথমবার রিটার্ন দাখিল করবেন, তিনি আগামী বছরের ৩০ জুন তারিখের মধ্যে যে কোনো দিন সর্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। ধরুন, সুমিত হাসানকে ২০২২-২৩ করবর্ষে প্রথমবারের মতো রিটার্ন দাখিল করতে হবে। তিনি আগামী বছরের ৩০ জুন তারিখের মধ্যে যে কোনো দিন সর্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। এ ছাড়া যাঁরা কয়েক বছর আগে রিটার্ন জমার উপযুক্ত হয়েছেন, কিন্তু তা করেননি, তাঁরা এ বছর সব রিটার্ন একসঙ্গে দাখিল করতে পারবেন। এ বছর করদাতাদের জন্য জরিমানা ছাড়া আগের আয় বছরের রিটার্ন দাখিলেরও সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ধরা যাক, নার্গিস আকতারের ২০১৯-২০ করবর্ষ থেকে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু তিনি এ পর্যন্ত কোনো রিটার্নই দাখিল করেননি। তাহলে চলতি করবর্ষে তিনি সর্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন জমা দিতে পারবেন। আর ২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২ করবর্ষের রিটার্ন সাধারণ পদ্ধতিতে দাখিল করতে পারবেন।

    ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন: আয়কর কর্তৃপক্ষের কাছে একজন করদাতার বার্ষিক আয়, ব্যয় ও সম্পদ এবং কর সম্পর্কিত তথ্য নির্ধারিত ফরমে উপস্থাপনই হচ্ছে আয়কর রিটার্ন। দুই ধরনের লোককে আয়কর দিতে হয়। প্রথমত, যাঁদের করযোগ্য আয় আছে। আর যাঁদের ব্যবসা বা ব্যক্তিগত কাজে টিআইএন প্রয়োজন হয়, তাঁদের অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। বর্তমানে রিটার্ন দাখিলের দুটি পদ্ধতি রয়েছে- সাধারণ পদ্ধতি ও সর্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি। সর্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে করদাতা নিজের আয় নিজে হিসাব করে আয়কর নিরূপণ করেন। এক পৃষ্ঠার ফরমে অল্প কিছু তথ্য দিয়ে এই রিটার্ন দাখিল করা যায়। তবে করদাতার ১২ ডিজিটের টিআইএন না থাকলে সর্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল করা যাবে না। একই সঙ্গে মোট আয়কর ও সারচার্জ ৩০ নভেম্বর বা উপ-কর কমিশনারের দেওয়া বাড়তি সময়ের মধ্যে পরিশোধ করা না হলে সে রিটার্ন সর্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে পড়বে না।

    কারা রিটার্ন দাখিল করবেন: যে কোনো ব্যক্তির আয় যদি বছরে ৩ লাখ টাকার বেশি হয়, তাহলে রিটার্ন জমা দিতে হবে। এ ছাড়া কোনো তৃতীয় লিঙ্গের মানুষের বার্ষিক আয় সাড়ে ৩ লাখ টাকার বেশি হলে তাঁকে রিটার্ন দাখিল করতে হবে। কোনো নারীর বার্ষিক আয় সাড়ে ৩ লাখ টাকার বেশি হলে তাঁকেও রিটার্ন দাখিল করতে হবে। ৬৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। প্রতিবন্ধী ব্যক্তির আয় সাড়ে ৪ লাখ টাকা হলে এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার আয় পৌনে ৫ লাখ টাকা হলে তাঁকে রিটার্ন দাখিল করতে হবে। এ ছাড়া কারও ১২ ডিজিটের টিআইএন থাকলে, গত তিন আয় বছরে কর নির্ধারণ হয়ে থাকলে, কেউ কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক বা কর্মী হলে, ফার্মের অংশীদার হলে, সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে বছরের যে কোনো সময় ১৬ হাজার টাকার বেশি মূল বেতন নিলে তাঁকে রিটার্ন দাখিল করতে হবে। কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতা-মাতা বা আইনানুগ অভিভাবকের করমুক্ত আয়সীমা সাধারণ ব্যক্তির করমুক্ত আয়সীমার চেয়ে ৫০ হাজার টাকা বেশি হবে। প্রতিবন্ধী ব্যক্তির পিতা-মাতা উভয়ে করদাতা হলে একজন এ সুবিধা পাবেন।

    রিটার্ন দিতে যা লাগে: রিটার্ন জমার সময় বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এগুলোর মধ্যে রয়েছে- বেতন খাতের আয়ের দলিল, সিকিউরিটিজের ওপর সুদ আ র সনদ, ভাড়ার চুক্তিপত্র, পৌর করের রসিদ, বন্ধকি ঋণের সুদের সনদ, মূলধনি সম্পদের বিক্রয় কিংবা ক্রয়মূল্যের চুক্তিপত্র ও রসিদ, মূলধনি ব্যয়ের আনুষঙ্গিক প্রমাণপত্র, শেয়ারের লভ্যাংশ পাওয়ার ডিভিডেন্ড ওয়ারেন্ট, সুদের ওপর উৎসে কর কাটার সার্টিফিকেট ইত্যাদি।

    ভুল সংশোধনী রিটার্ন: সব শর্ত পূরণ করে সর্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিলের পর যদি কোনো করদাতা দেখেন যে, অনিচ্ছাকৃত ভুলে কম আয় দেখানো হয়েছে অথবা বেশি রেয়াত বা কর অব্যাহতি বা ক্রেডিট নেওয়া হয়েছে, তাহলে তিনি ভুল সংশোধনী রিটার্ন দাখিল করতে পারবেন। এমনকি অন্য যে কোনো হিসাব বা কর পরিগণনা কম বা বেশি হলেও সংশোধনী রিটার্ন দাখিল করা যায়। উপ-কর কমিশনারের কাছে রিটার্ন দাখিল করতে হয়। তবে এ ক্ষেত্রে শর্ত রয়েছে। ভুল সংশোধনী রিটার্নে ভুলের ধরন ও কারণ উল্লেখ করে লিখিত বিবরণী দিতে হবে। যে পরিমাণ কর বা অন্য অঙ্ক কম পরিশোধ বা প্রদর্শন করা হয়েছে, তার ওপর মাসিক ২ শতাংশ সুদ রিটার্ন দাখিলের সময় বা আগে পরিশোধ করতে হবে।

    কর রেয়াতের জন্য যেসব ডকুমেন্ট দিতে হবে: কর রেয়াত নিতে চাইলে জীবন বীমার কিস্তির প্রিমিয়াম প্রদানের রসিদ, ভবিষ্য তহবিলে চাঁদার সনদ, ঋণ বা ডিবেঞ্চার, সঞ্চয়পত্র, স্টক বা শেয়ারে বিনিয়োগের প্রমাণপত্র, ডিপোজিট পেনশন স্কিমে চাঁদার সনদ, কল্যাণ তহবিলে চাঁদা ও গোষ্ঠী বীমার কিস্তির সনদ, জাকাত তহবিলে চাঁদার সনদ দেখাতে হবে।

    ন্যূনতম কর: করমুক্ত আয়সীমার বেশি আয় থাকলে নূ্যনতম কর দিতে হয়। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশনে অবস্থিত করদাতার নূ্যনতম কর ৫ হাজার টাকা। অন্যান্য সিটি করপোরেশনে অবস্থিত করদাতার নূ্যনতম কর চার হাজার। সিটি করপোরেশন ছাড়া অন্য যে কোনো এলাকায় অবস্থিত করদাতার নূ্যনতম কর তিন হাজার টাকা। করমুক্ত সীমার চেয়ে বেশি আয় আছে, এমন করদাতার আয়করের পরিমাণ বা বিনিয়োগজনিত কর রেয়াত বিবেচনার পর প্রদেয় আয়করের পরিমাণ নূ্যনতম আয়করের চেয়ে কম বা শূন্য বা ঋণাত্মক হলেও তাঁকে নূ্যনতম আয়কর দিতে হবে।

    নিজের হাতে তৃষ্ণার্ত সাপকে পানি খাওয়ালে যুবক, তুমুল ভাইরাল ভিডিও

    কে কোন রিটার্ন ফরম ব্যবহার করবেন: রিটার্ন দাখিলের জন্য একাধিক ফরম রয়েছে। ২০১৬ সালে আইটি-১১গ ২০১৬ নামে নতুন রিটার্ন ফরম চালু করা হয়েছে। এর পাশাপাশি অন্যান্য রিটার্ন ফরম ব্যবহার করা যাবে। সব ব্যক্তি শ্রেণির করদাতা আইটি-১১গ ২০১৬ রিটার্ন ফরম ব্যবহার করতে পারবেন। যেসব ব্যক্তি করদাতার আয় ৪ লাখ টাকা এবং সম্পদ ৪০ লাখ টাকার কম, তাঁরা আইটি-ঘ ২০২০ ফরম ব্যবহার করবেন। যাঁদের কোনো মোটরগাড়ি বা সিটি করপোরেশন এলাকায় গৃহসম্পদ বা অ্যাপার্টমেন্ট নেই, তাঁরাও এ ফরম ব্যবহার করবেন। আইটি-১১গ ফরমটি সব ব্যক্তি করদাতা ব্যবহার করতে পারবেন। আইটি-১১ ইউএমএ ফরম শুধু বেতনভোগী করদাতার জন্য। আর যেসব করদাতার ব্যবসা বা পেশা খাতে আয় রয়েছে এবং এই আয়ের পরিমাণ ৩ লাখ টাকার বেশি নয়, তাঁরা আইটি-১১চ ফরমে রিটার্ন দাখিল করবেন। এ ছাড়া স্পট অ্যাসেসমেন্টের ক্ষেত্রে একটি ভিন্ন রিটার্ন ফরম আইটি-১১গগ রয়েছে।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    আয়কর আয়কর রিটার্ন কীভাবে? কে জমা দেবেন রিটার্ন লাইফস্টাইল
    Related Posts
    হাড়

    খাদ্যতালিকার যেসব খাবার আপনার হাড়কে ধীরে ধীরে দুর্বল করে দেয়

    May 29, 2025
    হেলমেট

    যেসব বিষয় জানা থাকলে হেলমেট হতে পারে আরও কার্যকর ও নিরাপদ

    May 29, 2025
    Women

    যেসব কারণে ছেলেদের প্রতি আগ্রহ হারায় মেয়েরা

    May 29, 2025
    সর্বশেষ খবর
    Amazon Fire Max 11 Tablet

    Amazon Fire Max 11 Tablet: Price in Bangladesh & India with Full Specifications

    Whirlpool Protton World Series Fridge

    Whirlpool Protton World Series Fridge: Price in Bangladesh & India with Full Specifications

    Dyson V12 Detect Slim

    Dyson V12 Detect Slim: Price in Bangladesh & India with Full Specifications

    WhatsApp Connectivity Innovations

    WhatsApp Connectivity Innovations: Leading the Global Messaging Evolution

    Siemens Digital Twin Technology

    Siemens Digital Twin Technology: Transforming Industrial Innovation

    Redmi Smart Fire TV 55

    Redmi Smart Fire TV 55: Price in Bangladesh & India with Full Specifications

    Xiaomi Tech Ecosystem

    Xiaomi Tech Ecosystem: Redefining Smart Living Solutions

    Hisense A7 Series LED TV

    Hisense A7 Series LED TV: Price in Bangladesh & India with Full Specifications

    Oppo Smartphone Innovations

    Oppo Smartphone Innovations: Pioneering Future-Ready Technology Solutions

    Nothing Ear (2) Review

    Nothing Ear (2) Review: Price in Bangladesh & India with Full Specifications

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.