স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। আগামী ৩০ জুলাই মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি।
ইংলিশদের ঘোষিত এই দলে থাকছেন নিয়মিত অধিনায়ক ইয়ন মরগান। তবে দলটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ খেলা দল থেকে সম্পূর্ণ আলাদা।
ওডিআই দলে থাকছেন না বিশ্বকাপজয়ী বেন স্টোকস, ক্রিস ওকস, জো রুট, জোফরা আর্চার, জস বাটলার ও মার্ক উড। ৫ আগস্ট থেকে শুরু হওয়ার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নেবেন তারা।
ওয়ানডে সিরিজে সহ-অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার মঈন আলীকে। এছাড়া হেড কোচ ক্রিস সিলভারউড টেস্ট দলের সঙ্গে থাকায় মরগানদের বস হিসেবে কাজ করবেন পল কলিংউড।
ইংল্যান্ড দল: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, টম ব্যানটন, স্যাম বিলিংস, টম কারান, লিয়াম ডসন, জো ডেনলি, সাকিব মাহমুদ, আদিল রশিদ, জেসন রয়, রিস টপলি, জেমস ভিন্স, ডেভিড উইলি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।