ই-কমার্স সাইটের জন্য কোনটি গুরুত্বপূর্ণ? লিংক বিল্ডিং নাকি অন-পেজ অপটিমাইজেশন?

অন-পেজ অপটিমাইজেশন

ই-কমার্স সাইটের অপটিমাইজেশনে লিংক বিল্ডিংকে গুরুত্ব দেওয়া হবে নাকি অন-পেজ অপটিমাইজেশনকে গুরুত্ব দেওয়া হবে এ বিষয়ে অনেকে দ্বিধায় থাকেন। এ আর্টিকেলে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

অন-পেজ অপটিমাইজেশন

শিকাগোর SEO বিশেষজ্ঞ মিস্টার তাহাকে এই প্রশ্ম করা হয়েছিলো। তিনি লিংক বিল্ডিং এর আগে পেজ অপটিমাইজেশনকে গুরুত্ব দিয়েছেন। পেজ অপ্টিমাইজেশনের কিছু টিপসও শেয়ার করেছেন।

কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট সাইট এ না থাকলে লিংক বিল্ডিং কোন কাজে আসবে না। তাই কন্টেন্ট এর উপর বেশি নজর দিতে হবে। উপযুক্ত কীওয়ার্ড খুজে পাওয়ার চেষ্টা করতে হবে। কীওয়ার্ড রিসার্চ এ ব্রেইনস্টোম করা গুরুত্বপূর্ণ। কিওয়ার্ড টুল হিসেবে SE Ranking অথবা স্পাই ফু ব্যবহার করতে পারেন।

প্রোডাক্ট ও ক্যাটাগরি অনুযায়ী কিওয়ার্ড বসাতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ ক্যাটাগরি কোনটি এবং এর পরের গুরুত্বপূর্ণ কোনটি এভাবে প্রায়োরিটি অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। দুই থেকে তিনটা প্রাইমারি কিওয়ার্ড থাকতে পারে। প্রত্যেকটি পেইজে এবং ওর পাশাপাশি কিছু সেকেন্ডারি কিওয়ার্ডও থাকবে।

কি ওয়ার্ডের পরে পেজ অপটিমাইজেশন এর কাজ শুরু করতে হবে। ট্যাগের উপর ফোকাস করতে হবে, হেডিং ট্যাগ,  বডি টেক্সট, ইমেজ সহ অন্যান্য এট্রিবিউটের দিকে নজর দিন। মেটা ডিসক্রিপশন র‍্যাংকিং করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন না করলেও সাইট অপটিমাইজনে ভূমিকা রয়েছে।

আপনি গুগল সার্চ কনসোল থেকে অপটিমাইজেশন এর পারফরম্যান্স রিপোর্ট সংগ্রহ করতে পারেন এবং দেখতে পারেন। কাজ করার সময় হঠাৎ করে ভালো কিওয়ার্ডের সন্ধান পেয়ে গেলে সেটা ব্যবহার করে ফেলুন। প্রয়োজনে পৃষ্ঠার টাইটেল পরিবর্তন করে ফেলুন। কনটেন্ট যেন এরকম হয় যে শুরু থেকে শেষ পর্যন্ত খুব স্বাভাবিকভাবেই পড়তে ভালো লাগছে।

ই-কমার্স সাইটের জন্য অপটিমাইজড কনটেন্ট খুবই গুরুত্বপূর্ণ তবে সবসময় কনটেন্ট অপটিমাইজ করা জটিল হতে পারে। ক্যাটাগরি পেজে এমন কিছু শব্দ এবং বাক্য থাকতে হবে যা কাস্টমারদের আকর্ষণ করে। তবে অনেকেই ভেবে থাকেন যে অতিরিক্ত টেক্সট সেখানে থাকলে হয়তো কাস্টমারদের মনোযোগ ধরে রাখা সম্ভব হবে না। এজন্য ক্যাটাগরি পেজের ডিজাইন, টেক্সট ও ছবি সবকিছুতেই ভারসাম্য থাকাটা গুরুত্বপূর্ণ।