Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ই-কমার্সে বছরে ৪ কোটি ডলার শুল্ক হারাচ্ছে দেশ
    অর্থনীতি-ব্যবসা

    ই-কমার্সে বছরে ৪ কোটি ডলার শুল্ক হারাচ্ছে দেশ

    March 25, 20243 Mins Read

    জুমবাংলা ডেস্ক : বর্তমানে ই-কমার্সের ওপর স্বল্পোন্নত দেশগুলোতে কোনো শুল্ক আরোপ করা হয় না। কিন্তু এর সুবিধা নিচ্ছে উন্নত দেশগুলো। ফলে বাংলাদেশ বছরে প্রায় ৪০ মিলিয়ন বা চার কোটি ডলার শুল্ক থেকে বঞ্চিত হচ্ছে। এর পাশাপাশি ডাব্লিউটিওতে বাণিজ্য উন্নয়নে বাংলাদেশকে আরো কাজ করতে হবে।

    গতকাল রবিবার দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) সম্প্রতি আবুধাবিতে অনুষ্ঠিত ডাব্লিউটিওর ১৩তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফলাফল শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে ঢাকায়। এতে এসব কথা বলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান।

    অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, গত ৫৩ বছরে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে ৬০টি দেশ। ১৫টি দেশ এলডিসি গ্র্যাজুয়েশনের বিভিন্ন ধাপে আছে।

    বাংলাদেশসহ পাঁচটি দেশকে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার জন্য যেসব সূচক আছে তাতে বাংলাদেশ ভালো করছে। সব কিছু ঠিক থাকলে ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ উন্নয়নশীল দেশের ক্যাটাগরিতে আসবে। ফলে স্বল্পোন্নত দেশ হওয়ায় যেসব সুবিধা, যেমন—ডিউটি ফ্রি, কোটা ফ্রি ও প্রেফারেনশিয়াল ট্রিটমেন্ট পাচ্ছে, তা আরো কিছুটা সময় অব্যাহত রাখার জন্য জোর আলাপ-আলোচনা চালিয়ে যেতে হবে।

    জাপান, কানাডা, দক্ষিণ কোরিয়া স্বল্পোন্নত দেশগুলোকে শুল্ক সুবিধা প্রদান করে আসছে, সুবিধা অব্যাহত রাখার জন্য তাদের সঙ্গে আলাপ-আলোচনা করতে হবে।

    মুস্তাফিজুর রহমান বলেন, ‘বাংলাদেশের সামনে তিনটি বিষয়—স্বল্পোন্নত দেশ, স্বল্পোন্নত দেশ থেকে উন্নতি ও উন্নয়নশীল দেশ। উৎপাদন, দক্ষতা ও প্রতিযোগিতামূলক বাজার মাথায় রেখে কাজ করতে হবে। ২০২৬ সালের পর বাজারে প্রবেশের সুবিধা না থাকলে টিকে থাকার জন্য পণ্য বহুমুখীকরণ করতে হবে। রপ্তানি বাণিজ্য বহুমুখীকরণ করতে হবে।

    আমাদের আরো ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট, কম্প্রিহেনসিভ ট্রেড অ্যাগ্রিমেন্ট করতে হবে। পরিবহন খাতের উন্নয়নকে কাজে লগিয়ে অর্থনৈতিক করিডর গড়ে তুলতে হবে। তুলনামূলক সুবিধাকে প্রতিযোগিতামূলক সুবিধায় রূপান্তরের জন্য কাজ করতে হবে।’

    আইসিএবির প্রেসিডেন্ট মুহাম্মদ ফোরকান উদ্দীন এফসিএ আলোচনায় স্বাগত বক্তব্য দেন। আলোচক হিসেবে বক্তব্য দেন মো. হাফিজুর রহমান, সদস্য, প্রতিযোগিতা কমিশন; মো. আল আমিন প্রামাণিক পিএইচডি, অর্থনৈতিক মন্ত্রী, সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী মিশন; মোহাম্মদ মাশুকুর রহমান সিকদার, যুগ্ম সচিব (ডাব্লিউটিও সেকশন-২), বাণিজ্য মন্ত্রণালয়; ড. মোস্তফা আবিদ খান, কম্পোনেন্ট ম্যানেজার, এলডিসি গ্র্যাজুয়েশন প্রজেক্ট, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি); মঞ্জুর আহমেদ, উপদেষ্টা, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই); আইসিএবির সাবেক প্রেসিডেন্ট মো. শাহাদাৎ হোসেন এফসিএ; মিসেস ফেরদৌস আরা বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড); ড. শিশির কুমার দেব, সাবেক সিইও, বিএফটিআই প্রমুখ।

    মঞ্জুর আহমেদ বলেন, আঞ্চলিক চুক্তি, দ্বিপক্ষীয় চুক্তি এবং কিছু বিকল্প বাণিজ্যিক চুক্তির মাধ্যমে বৈদেশিক বাণিজ্যকে সমন্বয় করতে হবে। বাংলাদেশকে বাস্তবতার নিরিখে বহুমুখী বাণিজ্য সম্পাদনে বিশেষ মনোযোগী হতে হবে।

    আইসিএবির প্রেসিডেন্ট মুহাম্মদ ফোরকান উদ্দীন এফসিএ বলেন, ডাব্লিউটিও হলো একটি বিকল্প বিরোধ বা মধ্যস্থতাকারী সত্তা, যা দেশগুলোর মধ্যে বাণিজ্যের আন্তর্জাতিক নিয়মগুলোকে সমর্থন করে। এটি একটি প্ল্যাটফরম, যা সদস্য সরকারগুলোকে অন্য সদস্যদের সঙ্গে বাণিজ্য সমস্যাগুলো আলোচনা এবং সমাধান করার অনুমতি দেয়।

    মুহাম্মদ ফোরকান উদ্দীন আরো বলেন, ‘ত্রয়োদশ মন্ত্রী পর্যায়ের সম্মেলন বাংলাদেশের জন্য অনেক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এর মধ্যে একটি হলো এলডিসি গ্র্যাজুয়েশন। বাংলাদেশ ২০২৬ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের (এলডিসি) গ্রুপ থেকে স্নাতক হতে চলেছে। নিঃসন্দেহে এটি হবে স্বাধীনতার পর থেকে আমাদের সবচেয়ে বড় অর্থনৈতিক অর্জনগুলোর একটি। এই দৃষ্টিকোণ থেকে এবারের সম্মেলনটি আমাদের জন্য একটি সাফল্যের কারণ। কিন্তু আমাদের এলডিসি থেকে স্নাতক হওয়ার পর পরিস্থিতি নিয়ে ভাবতে হবে।’

    ফেরদৌস আরা বেগম বলেন, অর্থনীতিতে প্রাইভেট সেক্টরের অবদান হচ্ছে ৭৫ থেকে ৮০ শতাংশ। কিন্তু সে তুলনায় বাণিজ্যিক সুবিধা নিয়ে আলাপ-আলোচনায় এই ফোরামে খুব বেশি একটা অংশগ্রহণ নেই। অ্যান্টি ডাম্পিং পণ্যের ক্ষেত্রে প্রাইভেট সেক্টরকে আরো বেশি মনোযোগী হতে হবে। বাণিজ্য আলোচনা দিন দিন কঠিন হয়ে পড়ছে। ডাব্লিউটিওতে রুলস অব ল-এর পরিবর্তে ক্ষমতার প্রভাব বেশি লক্ষণীয়। ডাব্লিউটিওর গ্রিন রুমে যে আলোচনা হয় তা কেউই জানতে পারে না। তিনি বলেন, ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন বাড়াতে হবে।

    কেন ভারতীয় পণ্য বর্জনের সিদ্ধান্ত, জানালেন রিজভী

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ৪ অর্থনীতি-ব্যবসা ই-কমার্সে কোটি ডলার দেশ বছরে শুল্ক হারাচ্ছে
    Related Posts

    ‘কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড’ চালু করছে ট্রাস্ট ব্যাংক ও গ্রামীণফোন, চুক্তি সই

    May 25, 2025
    Gold

    দেশে আজ স্বর্ণের দাম কত? জেনে নিন সর্বশেষ আপডেট

    May 25, 2025

    নগদ ক্যাম্পেইনের উপহার বুঝে পেলেন ১৮ বিজয়ী

    May 25, 2025
    সর্বশেষ খবর
    Road

    সিলেট জৈন্তাপুর হরিপুর টু ফতেহপুর এয়ারপোর্ট রোডের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে

    Xiaomi Watch S1 Pro

    Xiaomi Watch S1 Pro: Price in Bangladesh & India with Full Specifications

    রেমিট্যান্স

    ঈদ ঘিরে বাড়ছে রেমিট্যান্স প্রবাহ

    IMG_20250525_152920

    শ্রীপুর প্রেসক্লাবের নেতৃত্বে নতুন আলো: সভাপতি হান্নান, সম্পাদক রানা

    Ragini-MMS-Returns-2

    নিষিদ্ধ ভালোবাসার গল্প যা শেষ হয় না, একা দেখুন এই ওয়েব সিরিজ

    চুল-গজায়

    কত বছর বয়স পর্যন্ত মানুষের চুল গজায়? জানলে অবাক হবেন

    মিমি চক্রবর্তী

    দীর্ঘদিন ধরে যে রোগের সঙ্গী নায়িকা মিমি চক্রবর্তী

    Press

    নির্বাচন নিয়ে বিদেশি চাপ নেই : প্রেস সচিব

    ওয়েব সিরিজ

    রোমাঞ্চে ভরপুর ‘Khun Bhari Maang 2’, না দেখলেই মিস!

    Rice

    রাতে ভাত খাওয়া কি আসলেই ক্ষতিকর, যা বলছেন পুষ্টিবিদ

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.