সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): প্রথম চালানে ইংল্যান্ড যাচ্ছে নওগাঁর তরুণ কৃষি উদ্যোক্তা সোহেল রানার এক মেট্রিক টন ‘আম্রপালি আম’।
তিনি জুমবাংলাকে জানান, ‘প্রথম চালানে আজ ১ হাজার কেজি আম্রপালি আম ঢাকায় প্যাকিং হাউজে পাঠিয়েছি। আগামীকাল সন্ধ্যার ফ্লাইটে আমগুলো ইংল্যান্ড যাবে। এরপর এই আম আরও পাঠাবো ইংল্যান্ডে। নর্থ বেঙ্গল এগ্রোর মাধ্যমে আমগুলো রপ্তানি করা হচ্ছে। ’
সোহেল রানা বলেন, এবার ইংল্যান্ডসহ আরও বেশ কয়েকটি দেশে যাবে আমার বাগানের ৫০ মেট্রিক টন আম। অন্য দেশগুলো হচ্ছে- ইতালি, সুইডেন, জার্মানি, কুয়েত, সৌদি আরব, বাইরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। আজ পাঠানো শুরু হলো। এই সপ্তাহেই আম্রপালি আম যাবে বাহরাইনে।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, আমের নতুন রাজধানী নওগাঁ থেকে গত বছর ১৫ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হয়েছিল। এবার বিদেশে পাড়ি দিবে ১০০ মেট্রিক টন আম। এই আমের মধ্যে তরুণ কৃষি উদ্যোক্তা সোহেল রানার বাগান থেকেই যাবে ৫০ মেট্রিক টন।
নওগাঁর ‘রূপগ্রাম’ ও ‘বরেন্দ্র এগ্রো পার্ক’ এর উদ্যোক্তা সোহেল রানা জানান, রপ্তানির জন্য তার বাগানে রয়েছে আম্র্রপালি, বারি-৪, গৌড়মতি, ব্যানানা ম্যাংগো, কাটিমন, ল্যাংড়া, হিমসাগর, ফজলি, মিয়াজাকিসহ দেশি-বিদেশি বিভিন্ন জাতের আম।
তিনি বলেন, গত বছর আমার বাগান থেকে ইংল্যান্ড ও কাতারে আম্র্রপালি এবং ব্যানানা ম্যাংগো জাতের ৮ মেট্রিক টন আম রপ্তানি করেছিলাম এবং দামও ভালো পেয়েছিলাম। আম বিক্রিতে দেশে যে দাম পাওয়া যায় তার থেকে দ্বিগণ দাম পাওয়া যায় রপ্তানি করলে।
২০১৫ সালে সাংবাদিকতা পেশা ছেড়ে দিয়ে সোহেল রানা নওগাঁর পত্নীতলা উপজেলার রূপগ্রামে গড়ে তোলেন ‘রূপগ্রাম এগ্রো ফার্ম’। এরপর সাপাহার উপজেলার গোডাউনপাড়ায় গড়ে তোলেন ‘বরেন্দ্র এগ্রো পার্ক’ নামে আরেকটি কৃষি খামার। বর্তমানে তাঁর মোট ১৫০ বিঘার খামারে রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন জাতের আম। আম ছাড়াও তার খামারে রয়েছে বিভিন্ন প্রজাতির লিচু, পেয়ারা, ড্রাগন ফল, মাল্টাসহ বিভিন্ন দেশি-বিদেশি ফলের গাছ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।