স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডে জুলাইয়ের ১ তারিখ পর্যন্ত সব ধরণের ক্রিকেট ম্যাচের আয়োজন স্থগিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। জুলাইয়েও যদি ইংল্যান্ড ম্যাচ আয়োজন করতে না পারে তবে অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত দুবাইতে ইসিবিকে সকল ক্রিকেট সুবিধা দিতে প্রস্তুত আবুধাবি ক্রিকেট (এডিসি)।
দুবাই স্পোর্টস সিটির প্রধান সালমান হানিফ জানিয়েছেন, ‘যদি এমন হয়, কোন দ্বিপাক্ষিক সিরিজ বা টুর্নামেন্টের নতুন করে সূচি করা হবে। সংযুক্ত আবর আমিরাত অবশ্যই তা আয়োজন করতে আগ্রহী। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড যদি দুবাইয়ে ম্যাচ আয়োজন নিয়ে কিছু চিন্তা করে আমরা আনন্দের সঙ্গে তাদের সুযোগ-সুবিধা দেব। যদিও তেমন কিছু এখনও ভাবার সময় আসেনি।’
দুবাই ইংল্যান্ডকে শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, বরং কাউন্টি, টি-২০ ব্লাস্টও আয়োজনে সহায়তা করতে চায়। আগামী গ্রীষ্মে ইংল্যান্ড তাদের দেশে ক্রিকেট ফেরানোর কথা ভাবছে। তাদের বেশি আগ্রহ টি-২০ ব্লাস্ট আয়োজন নিয়ে। তাতে করে করোনা পরবর্তী আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারবে দেশটি। এরই মধ্যে ইংল্যান্ডকে ম্যাচ আয়োজনের সুবিধা দেওয়ার কথা জানিয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন বিষয়টি নিশ্চিত করেছেন।
ইংল্যান্ড এর আগে সংযুক্ত আরব আমিরাতে তিন ফরম্যাট মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ১২টি ম্যাচ খেলেছে। তাদের স্বাগত করার ব্যাপারটি উল্লেখ করে হানিফ বলেন, ‘আমরা আগেও তাদের দ্বিপাক্ষিক সিরিজ এখানে আয়োজন করেছি। তারা এখানে খেলতে চাইলে আমরা পূর্ণ সুযোগ-সুবিধা দেবো। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বাইরে কেবল আমাদেরই সেরা অবকাঠামো, ব্যবস্থাপনা এবং সুযোগ-সুবিধা আছে। পূর্বেও সেটা আমরা প্রমাণ করেছি।’
আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে করোনা সবচেয়ে বেশি থাবা বসিয়েছে ইংল্যান্ডে। আরব আমিরাতেও করোনা ছোবল দিয়েছে। তবে দেশটি এরই মধ্যে সেই সংকট কাটিয়ে ওঠার পথে আছে। সেখান থেকে ধীরে ধীরে বিভিন্ন শহরের লকডাউন তুলে নেওয়া হচ্ছে। শপিং মল খুলে দেওয়া হচ্ছে। করোনায় আরব আমিরাতে ৮৯ জন মারা গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।