ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার রবিন স্মিথ আর নেই। পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে নিজের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ব্যাটসম্যান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর।
ইংল্যান্ড ক্রিকেটের এক উজ্জ্বল অধ্যায়ের নাম রবিন স্মিথ আর নেই। সোমবার (১ ডিসেম্বর) রাতে অস্ট্রেলিয়ার পার্থে নিজ বাসায় তিনি মারা যান। সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, কাউন্টি দল হ্যাম্পশায়ারের সাবেক সতীর্থ কেভান জেমস তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ইংল্যান্ডের হয়ে একশর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন স্মিথ। ৬২ টেস্টে ৯টি সেঞ্চুরি ও ৪৩.৬৭ গড়ে চার হাজারের বেশি রান করেন তিনি। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের ভয়ঙ্কর পেস আক্রমণের বিপক্ষে তার তিনটি শতক তাকে ইংল্যান্ডের অন্যতম সাহসী ব্যাটার হিসেবে প্রতিষ্ঠা দেয়।
ওয়ানডেতে স্মিথ খেলেছেন ৭১ ম্যাচ। চার সেঞ্চুরিতে করেছেন ২৪১৯ রান, গড় ৩৯.০১। ১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। ১৯৯২ সালের বিশ্বকাপজয়ে ইংল্যান্ডকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দলের সদস্যও ছিলেন এই ব্যাটিং আইকন।
রবিন স্মিথের মৃত্যুতে ক্রিকেট বিশ্বে নেমেছে শোকের ছায়া। শট-পছন্দ, অদম্য সাহস আর ক্লাসিক ব্যাটিং স্টাইলের জন্য স্মিথ ছিলেন ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নেওয়া এক স্থায়ী নাম।
আন্তর্জাতিক ক্যারিয়ার মাত্র আট বছরের হলেও আশি-নব্বই দশকে দ্রুতগতির বোলিং সামলানোয় খ্যাতি ছিল ‘দ্য জাজ’ নামে পরিচিত স্মিথের।
আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি রবিন স্মিথ কাউন্টি ক্রিকেটের একজন কিংবদন্তি। ১৭ মৌসুমে তিনি ১৮ হাজার ৯৮৪ রান করেছেন। তাকে হ্যাম্পাশায়ার ক্রিকেট ইতিহাসে সবচেয়ে প্রভাব রাখা ক্রিকেটার হিসেবে মনে করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



