ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট দর্শনে যে অভিনব পরিবর্তন লক্ষণীয়

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট

ইংল্যান্ডের টেস্ট ব্যাটিং বিদ্রোহ ঘোষণা করেছে ট্র্যাডিশনাল টেস্ট ক্রিকেটের সঙ্গে। গত ১৪ টেস্টে ইংল্যান্ড ব্যাট করেছে ৪.৮৩ রান রেটে। ইতিহাসেই তো রেকর্ড ছিল না এক বছরে তিনটা সফল ২৫০ রান তাড়া করার, ইংল্যান্ড চারটা করেছে গত বছরই। এজবাস্টন টেস্টের চতুর্থ দিন সকালে দিনের প্রথম বলেই রিভার্স স্কুপ খেললেন রুট। সেই বলটা ব্যাটে-বলে না হলেও তাদের ক্রিকেট-দর্শনের বার্তাটা পরিষ্কারই দিয়ে দিলেন রুট। এটাকে এক সাংবাদিক ‘বাজবল ক্রিকেট’ হিসেবে অভিহিত করেছেন।

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট

 

শুধু ব্যাটিং নয়, আক্রমণাত্মক ক্রিকেটের বিনোদন ইংল্যান্ড ছড়াতে চাইছে বোলিংয়ে নেমেও।স্টুয়ার্ট ব্রড এখন বল করছেন আগের চেয়ে ২০ সে.মি. সামনে, চাইছেন ব্যাটারদের আরও বেশি সংখ্যক বল খেলাতে। ব্যাটারের ভুলের জন্য অপেক্ষা নয়, ব্রড-অ্যান্ডারসন চাইছেন ব্যাটারদের ভুল করতে বাধ্য করতে। তার জন্য যদি বেশি রান হজম করতে হয়, তো হোক।

চেন্নাই সুপার কিংসের মতো ইংল্যান্ডের অনুশীলনগুলোও হয়ে গেছে ঐচ্ছিক। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ-নির্ধারণী ওভাল টেস্টের আগে দলটা অনুশীলন প্যাক-আপ করে দিয়েছিল সকাল ১১টাতেই। অন্য যেকোনো দল যেদিন অনুশীলন চালাত অন্তত আরও দুই ঘণ্টা।

ম্যাককালাম কথা একদম পরিষ্কার, যতক্ষণ মাঠে থাকছ, ততক্ষণ এর তীব্রতা ছাড়িয়ে যাবে ম্যাচকেও। এরপর খাও-দাও, ফুর্তি করো। তোমাকে কে আটকাবে!জানলে অবাক হতে পারেন, এই ইংল্যান্ড দলটার সঙ্গে কোনো পুষ্টিবিদও নেই এখন। কী খেতে হবে, কী করতে হবে – এগুলো বোঝার মতো বয়স আর জ্ঞান তাদের নিজেদেরই আছে, এ কারণেই।

আক্রমণাত্মক ক্রিকেটটাই চোখ বুলালে দেখা যাচ্ছে তো, তাদের ভয়ডরহীন ব্যাটিংটাই বাজার পেয়েছে সবচেয়ে বেশি। ক্রিকেটাররা একজন আরেকজনের সঙ্গটা উপভোগ করছেন আরও বেশি। একেকটা সিরিজ যেন হয়ে উঠছে কাছে আসার আরও একটা উপলক্ষ। নিয়ম-শৃঙ্খলার বাঁধ ভেঙে নিজেকে তারা প্রকাশ করতে পারছেন আরও বেশি।