আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছে কাতার। রোববার (২২ ডিসেম্বর) ফাইনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে শ্রমিকদের জোর করে কাজ করানো নিয়ে ইইউ এর কঠোর আইনের বিষয়ে প্রশ্ন উঠলে এ কথা বলেন দেশটির জ্বালানিমন্ত্রী সাদ আল কাবি।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কঠোর শ্রম আইনের বিরুদ্ধে এবার দৃঢ় গলায় অসন্তোষ ব্যক্ত করেছেন কাতারের জ্বালানিমন্ত্রী সাদ আল কাবি।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধ করার হুমকি দিয়ে তিনি বলেন, শ্রমিকদের জোর করে কাজ করানো ও পরিবেশগত ক্ষতি মোকাবিলায় প্রণীত নতুন আইন প্রয়োগ করা হলে এমন পদক্ষেপ নেবে দেশটি।
চলতি বছর ইউরোপীয় ইউনিয়নে কর্পোরেট সাসটেইনেবিলিটি ডিউ ডিলিজেন্স নামে একটি আইন পাস হয়। এই আইন অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নে কর্মরত প্রতিষ্ঠানগুলোতে শ্রম আইনের লঙ্ঘন করলে তাদের গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা। যা হবে প্রতিষ্ঠানটির বার্ষিক লাভের ৫ শতাংশ।
তবে, এই আইনের ঘোর বিরোধিতা করছে কাতার। তাদের মতে, দেশটির জ্বালানির পাঁচ শতাংশ জরিমানা দেয়া মানে কাতারের রাজস্ব থেকে ৫ শতাংশ চলে যাওয়া। আর এতো বড় অঙ্কের অর্থ হারাতে রাজি নন তারা। কাতার প্রশাসনের মতে, ইইউ এর উচিত এই আইনটি পর্যালোচনা করা।
বিশ্বের শীর্ষস্থানীয় তরল গ্যাস রফতানিকারক দেশের মধ্যে প্রথম সারিতে রয়েছে কাতার। এ অবস্থায় কাতার যদি গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তবে বিপাকে পড়বে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। এছাড়া, অন্যান্য জ্বালানি রফতানিকারী দেশগুলোর জন্যও এটি নজির হয়ে থাকবে। যা ইইউ এর আরোপিত আইনকে হুমকির মুখে ফেলতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।