
নরসিংদী প্রতিনিধি: সফলতার সাথে এক বছর পূর্ণ করে দ্বিতীয় বছরে পদার্পণ করলেন নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান।
২০২০ সালের ১ সেপ্টেম্বর তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে শিবপুরে যোগদান করেন।
এ উপলক্ষে আজ (১ সেপ্টেম্বর) সকালে তার নিজ কার্যালয়ে উপজেলার সকল কর্মকর্তা, কর্মচারী ও শিবপুরের সাংবাদিকদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, প্রেসক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আরিফ হাসান, সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর আলমসহ ক্লাবের সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদানের পর বিভিন্ন জনহিতকর কর্মকাণ্ডের মধ্য দিয়ে ইতোমধ্যে শিবপুরের মানুষের নজর কেড়েছেন তিনি।
জাতির জনকের শতবর্ষ পালনসহ করোনা মহামারীর সময় অসহায় গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, মোবাইল কোর্ট পরিচালনা ও নিয়মিত বাজার মনিটরিং থেকে শুরু করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
এরকম নানাবিধ সফলতার মধ্য দিয়েই এক বছর পূর্ণ করলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার কাবিরুল ইসলাম খান। ইতোমধ্যে তার সততা, কর্মদক্ষতা ও পরিশ্রম দিয়ে সাধারন মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।
গত ২৬ আগস্ট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২০-২০২১ অর্থ বছরে জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ার পাশাপাশি মোহাম্মদ কাবিরুল ইসলাম খানকে শুদ্ধাচার পুরস্কারও দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।