Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ইউএনও’র পরিকল্পনায় নান্দনিক রূপ পেল মদন উপজেলা পরিষদ চত্ত্বর
    জাতীয় বিভাগীয় সংবাদ

    ইউএনও’র পরিকল্পনায় নান্দনিক রূপ পেল মদন উপজেলা পরিষদ চত্ত্বর

    Tomal NurullahJuly 7, 2024Updated:July 7, 20244 Mins Read
    Advertisement

    মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নান্দানিক রূপে সজ্জিত হয়েছে মদন উপজেলা পরিষদ চত্ত্বর । পুরাতন ভবন অপসারন, মাটি ভরাট ও গাছে আল্পনা করায় পরিষদ চত্ত্বর এখন পার্কে পরিণত হয়েছে। এমন সুন্দর পরিবেশ সৃষ্টি হওয়ায় সব শ্রেণি-পেশার লোকজনের মাঝে আনন্দ বিরাজ করছে।

    উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, ১৯৮৩ সালে মদনকে উপজেলায় উন্নীত করা হয়। ৯১ বর্গমাইল আয়তনে ৮টি ইউনিয়ন নিয়ে মদন উপজেলার কার্যক্রম চলছে। ২০০১ সালের ১১ জুলাই মদন থানা সদরকে পৌরসভায় উন্নীত করা হয়। কিন্তু মদন উপজেলা পরিষদ চত্ত্বর অবস্থা ছিল শোচনীয়। অবকাঠামো দিক থেকে পিছিয়ে থাকায় কোন রকম চলছিল সেবাদান কার্যক্রম। প্রতিটি দপ্তর পরিচালিত হতো ভিন্ন ভিন্ন জড়াজীর্ণ ভবন থেকে। ২০২২ সালে ৫তলা বিশিষ্ট একটি নতুন প্রশাসনিক ভবণ নির্মান করা হয়। এতে কিছুটা হলেও পরিবর্তন আসে। কিন্তু নতুন ভবনের সামনে পুরাতন ভাঙা ঘর, পাবলিক হল মাঠ, কোয়ার্টারের সামেন একাধিক গর্ত এবং রাস্তা থেকে তিন ফুট নিচু থাকায় কাদাপানি জমে নানা সমস্যার সৃষ্টি হয়।

    এসব সমস্যা সমাধানসহ উপজেলা পরিষদ চত্ত্বর সৌন্দর্য বর্ধনের পরিকল্পনা গ্রহণ করেন বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মো.শাহ আলম মিয়া। পরিষদ চত্ত্বরে নান্দনিক রূপ দিতে ২০২৩-২০২৪ অর্থ বছরে বিভিন্ন কিস্তিতে উপজেলা পরিষদ চত্ত্বর, কোয়ার্টারের সামনে , প্রাথমিক শিক্ষা অফিস ও নির্বাচন অফিসের সামনে এবং পাবলিক হল মাঠে মাটি ভরাটের জন্য ৮ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

    এছাড়া গাছে আল্পনা ও রি- জিনিয়াস কিন্ডার গার্ডেন স্কুল মেরামত করার জন্য ৫ লাখ টাকা বরাদ্দ দেয় এলজিইডি অফিস। কাজটি বাস্তবায়ন করে নরসিংদীর প্রাণতোষ আর্ট স্কুল নামের একটি প্রতিষ্ঠান। পরিষদ চত্ত্বরে অভ্যন্তরীণ রাস্তা নির্মাণের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি বাস্তবায়ন করে মীম কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

    ইতোমধ্যে পরিষদ চত্ত্বরে মাটি ভরাট ও গাছে আল্পনা করা হয়েছে। পরিষদ চত্ত্বরে অভ্যন্তরীণ রাস্তার নির্মাণ কাজ চলমার রয়েছে। প্রবেশ পথের মুল রাস্তা সংস্কার করা হয়েছে। গাছে থিম অনুযায়ী আল্পনায় নতুন রূপে সজ্জিত হয়েছে উপজেলা পরিষদ চত্ত্বর। এর সাথে যুক্ত হয়েছে চমৎকার শহীদ মিনার। দীর্ঘদিনের জরাজীর্ণ মুক্তমঞ্চে লেগেছে সংস্কারের ছোঁয়া। পরিষদের বাউন্ডারি নতুন রঙ এ নবরুপে সজ্জিত হয়েছে।উপজেলার সব শ্রেনি পেশার লোকজনের কাছে জায়গাটি হয়ে উঠেছে খুবই জনপ্রিয়। এক কথায় বলতে গেলে পরিষদ চত্ত্বর এখন একটি পার্ক হিসাবে রূপ নিয়েছে। প্রতিদিন উপজেলা পরিষদ চত্ত্বরে নিজ উপজেলার লোকজন ছাড়াও অন্য উপজেলা লোকজন ছবি তুলতে আসেন।

     উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আলম মিয়া

    উপজেলা পরিষদে সেবা নিতে আসা আব্দুল্লাহ, হিরন মিয়াসহ অনেকেই জানান, দীর্ঘদিন ধরে মদন উপজেলা পরিষদ চত্ত্বরের অবস্থা খুবই খারপ ছিল। বর্ষা আসলে তো পানি জমে থাকায় অফিসে যাওয়াটা কষ্ট হতো। এখন মাটি ভরাটসহ উন্নয়ন মূলক কাজ করায় পরিষদ চত্ত্বর খুবই সুন্দর হয়েছে। সুন্দর পরিবেশ হওয়ায় লোকজন আনন্দের সাথে সেবা গ্রহণ করছেন।

    পৌরসদরের বাসিন্দা নিজাম উদ্দিন, কামরুল ইসলাম বলেন, আমরা ছোট বেলা থেকেই উপজেলা পরিষদের অবস্থা দেখে আসছি। পরিষদ চত্ত্বরে অসংখ্য গর্ত ছিল৷ বৃষ্টি হলেই কাদা পানি জমে থাকতো। বর্তমানে মাটি ভরাট ও গাছগুলোতে আল্পনা করায় জায়গাটি এখন পার্কের মতো হয়েছে। এখন সময় পেলেই লোকজন পরিষদ চত্ত্বরে সময় কাটাতে চলে আসেন।

    মদন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবির জানান,‘ উপজেলা পরিষদের সমন্বয় সভায় পরিষদ চত্ত্বর সৌন্দর্য বৃদ্ধির জন্য আলোচনা হয়। এরই প্রেক্ষিতে মাটি ভরাট প্রকল্প নিয়ে তা সুন্দর ভাবে বাস্তবায়ন করা হয়েছে।

    মদন উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল জানান , সমন্বয় সভায় পরিষদ চত্ত্বর সৌন্দর্য বৃদ্ধির জন্য উপজেলা চেয়ারম্যান প্রকল্পের প্রস্তাব করেন। তারই প্রেক্ষিতে ঠিকাদারের মাধ্যমে গাছগুলোতে, উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত রি- জিনিয়াস কিন্ডার গার্ডেন স্কুল মেয়ামত ও রংকরণ কাজ সমাপ্ত করা হয়েছে। পরিষদ চত্ত্বরের রাস্তা নির্মাণ কাজ চলমান রয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া বলেন, যোগদানের পর পরিষদের বেহাল অবস্থার সমাধানে পরিকল্পনা সমন্বয় সভায় উপস্থাপন করেছি। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকল্প প্রস্তাব করেন। বিধি মোতাবেক উপজেলা প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজগুলো বাস্তবায়ন করেন। এছাড়াও আমি প্রকল্প গুলোর সঠিক বাস্তবায়ন তদারকির জন্য কমিটি করে দেই এবং তারা সন্তোষজনক প্রতিবেদন দাখিল করলে বিল প্রদান করা হয়। ফলে পরিষদের আঙিনা জনগণের প্রাণের জায়গায় পরিণত হয়েছে।

    উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বলেন, উপজেলা পরিষদ চত্ত্বর সৌন্দর্য বৃদ্ধির জন্য সমন্বয় সভায় সিদ্ধান্ত হয়েছে। কয়েকটি প্রকল্পের মাধ্যমে সৌন্দর্যের কাজগুলো বাস্তবায়ন করা হয়েছে। এতে করে পরিষদ এখন নান্দনিক রূপে সজ্জিত হয়েছে। সেবা গ্রহিতাসহ সব শ্রেণি-পেশার লোকজন পরিষদ চত্ত্বরের সৌন্দর্য উপভোগ করছে।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় ইউএনও’র উপজেলা চত্ত্বর নান্দনিক পরিকল্পনায় পরিষদ পেল বিভাগীয় মদন রূপ সংবাদ
    Related Posts
    Asif

    ফেব্রুয়ারিতেই নির্বাচন, পিছিয়ে আসার সুযোগ নেই : আসিফ নজরুল

    August 19, 2025
    BD Biman

    ফ্লাইটে বারবার কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় বিমানের কঠোর সিদ্ধান্ত

    August 19, 2025
    strom

    সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

    August 19, 2025
    সর্বশেষ খবর
    ওয়েব সিরিজ

    ওটিটিতে মুক্তি পেল রোমান্সে ভরপুর নতুন ওয়েব সিরিজ, একা দেখুন

    আরিয়ান

    শাহরুখ স্টাইলে হাজির আরিয়ান, প্রেমিকার বিশেষ বার্তা

    টিয়া

    আমের মধ্যে লুকিয়ে আছে টিয়া, খুঁজে দেখুন তো পান কিনা

    Coolie vs War 2 box office

    Coolie vs War 2 Box Office Day 6: Rajinikanth’s Action Drama Leads Hrithik Roshan’s Spy Sequel in Fierce Independence Day Clash

    nid

    যাদের এখনো মেসেজ আসেনি, এখনি বের করুন আপনার NID কার্ড!

    পেইজ ডেভেলপমেন্ট সেন্টার ২ লাখ সদস্যের লেনদেন সহজ হলো বিকাশ-এ

    NYT Strands hint

    NYT Strands Hint and Answers for August 19, 2025: Puzzle #534 Unpacked and Solved

    aamir

    আমির খানের অবৈধ সন্তান রয়েছে, অভিযোগ ভাই ফয়সালের

    love

    কম বয়সী ছেলেদের প্রতি কেন নারীদের বেশী আকর্ষণ

    winning powerball numbers

    Powerball Results for August 19, 2025: Winning Numbers Drawn for $605 Million Jackpot

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.