‘ইউএফও’কে পৃথিবীতে এলিয়েনরা পাঠালো!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন, ইউএফওকে পৃথিবী সম্পর্কে অনুসন্ধানের জন্য এলিয়েনদের একটি বিশাল ‘মাদারশিপ’ পাঠানো হয়ে থাকতে পারে। গত ৭ মার্চ পেন্টাগনের এক গবেষণা প্রতিবেদনে এই কথা বলা হয়।

এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গবেষণাটি লিখেছেন পেন্টাগনের অল-ডোমেন অ্যানোমালি রেজোলিউশন অফিসের (এএআরও) পরিচালক শন কির্কপ্যাট্রিক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ্যা বিভাগের চেয়ারম্যান অ্যাভি লোয়েব।

শন কির্কপ্যাট্রিক বলেছেন, বস্তুগুলো (ইউএফও) যা সমস্ত পদার্থবিদ্যাকে অস্বীকার করে, তাদের এলিয়েনদের তরফ থেকে পাঠানো হয়ে থাকতে পারে।
লোয়েব বলেন, বিজ্ঞানীরা ২০১৭ সালে সৌরজগতের বাহিরে সিগার আকৃতির ‘ওমুয়ামুয়া’কে ছায়াপথের মধ্য দিয়ে উড়তে দেখেছিলেন। হতে পারে পৃথিবীর কাছ দিয়ে যাবার সময় এলিয়েনদের মাদারশিপ থেকে এরকম ছোট ছোট ‘প্রোব’ বা ‘ইউএফও’ পাঠানো হয়েছিল।

লেখকরা প্রোবগুলোকে ‘ফুলের বীজ’ এর সাথে তুলনা করেছেন যা সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির কারণে মাদারশিপ থেকে আলাদা হয়ে যেতে পারে। লেখক বলেছেন, এই প্রোবগুলো তাদের ব্যাটারি চার্জ করতে এবং জ্বালানী হিসেবে পৃথিবীর পানিকে ব্যবহার করে থাকতে পারে। পৃথিবী বা মঙ্গল গ্রহ প্রোবগুলোর জন্য বেশ আকর্ষণীয় হবে। তারা পৃথিবীর পানি এবং গাছপালাগুলো দেখতে পারবে।

মার্কিন যুক্তরাষ্ট্রে অজ্ঞাত উড়ন্ত বস্তুর ওপর এক মাস যাচাই-বাছাইয়ের পর গবেষণাপত্রটি সামনে এসেছে।