আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধে মেশিনগানযুক্ত সাইবারট্রাক পাঠানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার চেচেন রিপাবলিকের নেতা রমজান কাদিরভ। তিনি বলেছেন, মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের কোম্পানি টেসলার তৈরি বৈদ্যুতিক এই গাড়িটি তার ‘সেনাদের বেশ কাজে আসবে’।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই নিয়মিতই আন্তর্জাতিক খবরের শিরোনাম হয়েছেন রমজান কাদিরভ। এই যুদ্ধে কয়েক হাজার চেচেন সেনা পাঠিয়েছেন তিনি যারা রুশ সেনাদের কাঁধে কাধ মিলিয়ে বীরত্বের সঙ্গে লড়াই করছেন। এবার তাদের জন্য টেসলার সাইবারট্রাক পাঠানোর ঘোষণা দিয়েছেন।
রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাবাহিনীর এক অপ্রত্যাশিত অভিযানের মধ্যে শনিবার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেন কাদিরভ। ভিডিওতে তাকে একটি টেসলা সাইবারট্রাক চালাতে দেখা যায়।
গাড়ির ওপরের অংশে অনেকটা ট্যাঙ্কের মতো করে একটি মেশিনগান বসানো। কাদিরভ এই গাড়ি ও এর নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্কের ভূয়সী প্রসংসা করেন। সেই সঙ্গে তিনি জানান, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে এ ধরনের যান পাঠাবেন।
মাস্ককে ‘আধুনিককালের সবচেয়ে বড় প্রতিভা’ হিসেবে আখ্যায়িত করে তাকে চেচনিয়া সফরের আমন্ত্রণ জানান কাদিরভ। তিনি বলেন, ‘আমরা আপনার ভবিষ্যৎ পণ্যগুলোর অপেক্ষা আছি, যা আমাদেরকে (ইউক্রেনে) বিশেষ সামরিক শেষ (জয়লাভ) করতে সহায়তা করবে।’
চেচনিয়ার রাজধানী গ্রোজনি থেকে কাদিরভ এই ছবি প্রকাশ করেন বলে জানা গেছে। ওইদিন সাইবারট্রাকটি চালিয়ে দেখেন তিনি। এ বিষয়ে টেসলা তাতক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
গত ১২ দিন ধরে সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক অঞ্চলে সামরিক অভিযান চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। চলমান এই অভিযানে তারা ৮২টি জনবসতি ও এক হাজার ১৫০ বর্গকিলোমিটার ভূখণ্ড দখলের দাবি জানিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।