আন্তর্জাতিক ডেস্ক : রুশ অভিযান শুরুর পর ছয় মাসে নয় হাজার সেনা সদস্য হারিয়েছে ইউক্রেন। সোমবার (২২ আগস্ট) ইউক্রেনের এক জেনারেল এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার।
ইউক্রেনের কমান্ডার ইন চিফ জেনারেল ভ্যালেরি জালুঝনি বলেন, অনেক ইউক্রেনীয় শিশুর যত্ন নেওয়া দরকার। কারণ, তাদের বাবারা যুদ্ধে গিয়ে আর ফেরেননি। প্রায় নয় হাজার সেনা সদস্য হারিয়েছি আমরা।
গত সোমবার (২২ আগস্ট) ইউক্রেন তাদের হতাহতের তথ্য জানালেও বিপরীতে রাশিয়া গত কয়েক মাসে কোনো আপডেট জানায়নি। সবশেষ ২৫ মার্চ রাশিয়া জানিয়েছিল, যুদ্ধের প্রথম মাসে তারা ১ হাজার ৩৫১ জন সেনা সদস্য হারিয়েছে।
এদিকে দুই সপ্তাহ আগে মার্কিন সামরিক কর্মকর্তারা ধারণা করেছিলেন, রাশিয়া ৭০-৮০ হাজার সেনা সদস্য হারিয়েছে। এর মধ্যে নিহত ও আহত উভয়েই রয়েছে।
জাতিসংঘের মতে, ইউক্রেনে রাশিয়ার অভিযানের সময় ৫ হাজার ৫৮৭ বেসামরিক লোক নিহত এবং ৭ হাজার ৮৯০ জন আহত হয়েছে।
সোমবার (২২ আগস্ট) জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, রাশিয়ার অভিযানের পর থেকে ইউক্রেনের অন্তত ৯৭২ শিশু নিহত বা আহত হয়েছে।
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, এগুলো জাতিসংঘের যাচাইকৃত পরিসংখ্যান, কিন্তু আমরা বিশ্বাস করি সংখ্যাটা অনেক বেশি।
আগামী বুধবার (২৪ আগস্ট) ইউক্রেনের ৩১তম স্বাধীনতা দিবস। সেই সঙ্গে রুশ অভিযানের ছয় মাস পূর্ণ হবে।
১৯৯১ সালের ২৪ আগস্ট সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে ইউক্রেন।
দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইতোমধ্যে সতর্ক করে বলেছেন, স্বাধীনতা দিবসে বড় হামলা চালাতে পারে রাশিয়া। ইউক্রেনে সন্ত্রাসী হামলার আশঙ্কাও করা হচ্ছে। এ পরিস্থিতিতে বিশেষ করে কিয়েভে বড় জমায়েত না করার পরামর্শ দেওয়া হয়েছে।
ইউক্রেনের স্বাধীনতা দিবস সামনে রেখে ইতোমধ্যে রুশ হামলা শুরু হয়ে গেছে। ইউক্রেনীয় কর্মকর্তারা সোমবার (২২ আগস্ট) জানিয়েছেন, পূর্বাঞ্চলী বাখমুত এলাকায় আর্টিলারি রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী। এছাড়া জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রের কাছে ও দক্ষিণের বন্দরনগরী মাইকোলাইভে রকেট হামলা চালানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।