বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বাজছে যুদ্ধের ধামামা। ইউক্রেন ও রাশিয়ায় বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার। ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় এবং চলমান সংঘাতের মাত্রা কমাতে এ উদ্যোগ নিয়েছে প্লাটফর্মটি। খবর এনগ্যাজেট।
এক বিবৃতিতে প্লাটফর্মটি উল্লেখ করে, আমরা সাময়িক সময়ের জন্য ইউক্রেন ও রাশিয়ায় সব প্রকার বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছি। ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা নিশ্চিতে এবং বিজ্ঞাপনের কারণে যেন সমস্যা সৃষ্টি না হয়, সেজন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। বিজ্ঞাপনের পাশাপাশি টুইটার এ দুই দেশে রিকমেন্ডেশন ফিচারও বন্ধ করে দিয়েছে। ফিচারটি ব্যবহারকারীদের বিভিন্ন বিষয়সংক্রান্ত টুইট অন্যদের সামনে উপস্থাপন করে। ব্যবহারকারীরা যেন সংকটের সময় উসকানিমূলক কনটেন্ট অনুসরণ না করতে পারেন, সেজন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে।
কত দিন পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে, সে বিষয়ে টুইটারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ইউক্রেনে রাশিয়ার চলমান আগ্রাসনের প্রতিবাদ জানানোর অংশ হিসেবে এ কার্যক্রম চলমান রয়েছে বলে সূত্রে জানা গেছে। এক বিবৃতিতে মাইক্রোব্লগিংয়ের প্লাটফর্মটি জানায়, ইউক্রেনে চলমান সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকির বিষয়ে নজর রাখছি। এ ঘটনাকে কেন্দ্র করে যেন মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারিত না হয়, সে বিষয়টিও দেখা হচ্ছে।
ইউক্রেনে বর্তমানে কী ঘটছে, সে সম্পর্কে ব্যবহারকারীদের বিস্তারিত জানাতে প্লাটফর্মটির এডিটোরিয়াল টিম কাজ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।