Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও ব্লিনকেন সৈন্য সরিয়ে নেয়ার ঘোষণা দেয়া সত্ত্বেও ইউক্রেন সীমান্ত বরাবর রাশিয়ার সৈন্য জড়ো করা নিয়ে ওয়াশিংটনের ‘গভীর উদ্বেগের’ কথা জানিয়েছেন। বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভের সাথে তার প্রথম আলোচনায় তিনি এ উদ্বেগের কথা জানান। খবর এএফপি’র।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র বলেন, রিকজাভিকে প্রায় দুই ঘণ্টা ধরে চলা আলোচনাকালে ব্লিনকেন ক্রেমলিনের সমালোচক সাজাপ্রাপ্ত আলেক্সি নাভালনির শারীরিক অবস্থার এবং দেশটির বিরোধী সংগঠনগুলোর ওপর চালানো ‘দমনপীড়নের’ বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথাও জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।