আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির কয়েকজন আইনপ্রণেতা রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার আহ্বান জানিয়েছেন।
বর্তমান চ্যান্সেলর ওলাফ শলৎজের রাজনৈতিক দল হলো সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি।
তাছাড়া ইউক্রেনে যত দ্রুত সম্ভব তত দ্রুত যেন একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর ব্যবস্থা করা হয় এমন অনুরোধ করেছেন এসব আইনপ্রণেতা।
তারা আরও বলেছেন, ইউক্রেনে ভারি অস্ত্র পাঠানো বন্ধ করতে হবে। কারণ অস্ত্র যদি আসতে থাকে তাহলে পারমাণবিক হামলার সম্ভাবনা বেড়ে যাবে।
‘গানস মাস্ট বি সাইলেন্ট’ শিরোনামে তৈরি করা একটি চিঠিতে তারা ইউক্রেনে যুদ্ধ দ্রুত বন্ধে কূটনৈতিক পন্থা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
শান্তি ফিরিয়ে আনতে তারা আরেকবার চেষ্টার কথা বলেছেন। তাছাড়া রাশিয়া-ইউক্রেন দুই পক্ষের মধ্যে এমন একটি সম্পর্ক তৈরির কথা বলেছেন যেন দুই পক্ষ আলোচনা করতে পারে।
এ ব্যাপারে সেসব আইনপ্রণেতারা বলেছেন, বাস্তবতা স্বীকার করে রাশিয়ার সরকারের সঙ্গে একটি সম্পর্ক গড়ে তুলতে হবে যার মাধ্যমে যুদ্ধ আর ছড়িয়ে পড়বে না।
তাছাড়া আইনপ্রণেতাদের এই গ্রুপটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।