ইউক্রেনকে এফ-১৬ দেয়া হলে পরমাণু যুদ্ধ শুরু হবে: মেদভেদেভ

দিমিত্রি মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্ক : ন্যাটো জোটভুক্ত পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে এফ-১৬ জঙ্গি বিমান দেয় তাহলে পরমাণু যুদ্ধ শুরু হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ।

দিমিত্রি মেদভেদেভ

ইউরো নিউজের খবরে বলা হয়েছে, ন্যাটো জোটের সদস্য দেশগুলো বর্তমানে ইউক্রেনের পাইলটদের এফ-১৬ জঙ্গি বিমান চালানোর প্রশিক্ষণ দিচ্ছে। ধারণা করা হচ্ছে, এসব দেশ নিকট ভবিষ্যতে ইউক্রেনকে এই জঙ্গি বিমান সরবরাহ করবে।

বৃহস্পতিবার রাশিয়ার বার্তা সংস্থা তাসকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে মেদভেদেভ বলেন, পশ্চিমাদের রাশিয়ার দক্ষ বৈমানিক এবং অত্যাধুনিক বিমানের মোকাবেলা করতে হবে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ এ মিত্র আরও বলেন, পরমাণু যুদ্ধ হঠাৎ করেই উদ্দেশ্যহীনভাবে শুরু হয়ে যেতে পারে যা কেউ ঘোষণা দিয়ে করবে না। এ কারণে ইউক্রেনকে ঘিরে যে সমস্ত কৌশল অনুসরণ করা হচ্ছে তার সবই বিপজ্জনক।

মার্কিন বিমানগুলো পরমাণু যুদ্ধের সেই সম্ভাব্য ট্রিগার হতে পারে উল্লেখ করে সাবেক রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের হাতে এফ-১৬ বিমান পরিচালনার মতো কোনো অবকাঠামো না থাকা সত্ত্বেও তারা এই বিমান চাইছে। যদি ন্যাটো জোটভুক্ত কোনো দেশ থেকে ইউক্রেনের উদ্দেশ্যে এই বিমান উড়ে আসে তাহলে তারপরে কী ঘটবে আমি তা জানি না।

জেনারেল ডায়নামিক্স এফ-১৬ ফাইটিং ফ্যালকন মূলত মার্কিন বিমানবাহিনীর (ইউএসএএফ) জন্য জেনারেল ডায়নামিক্স দ্বারা তৈরি একটি একক ইঞ্জিনের বহুভূমিকাযুক্ত যুদ্ধ বিমান। ১৯৭৬ সালে উৎপাদনের অনুমোদনের পর থেকে এখন পর্যন্ত ৪,৬০০ টিরও বেশি এফ-১৬ বিমান নির্মিত হয়েছে। যদিও মার্কিন বিমানবাহিনী আর এফ-১৬ ক্রয় করছে না, তবে এর উন্নত সংস্করণ তৈরি করে বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে।