ইউক্রেনকে ১শ’ কোটি ইউরোর সামরিক সহায়তা দিবে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক: বার্লিন থেকে ভারি অস্ত্র পাচ্ছে না কিয়েভের এই অভিযোগের মধ্যে জার্মান সরকার শুক্রবার বলেছে, তারা ইউক্রেনের জন্য ১শ’ কোটি ইউরোর বেশী মূল্যের অস্ত্র সহায়তা দেয়ার পরিকল্পনা করছে। এই তহবিল চলতি বছরের সম্পূরক বাজেটে সংযুক্ত হবে।

সরকারী এক মুখপাত্র এএফপি’কে বলেন, সব দেশের সহযোগিতার মোট পরিমাণ বিবেচনা করে বার্লিন প্রতিরক্ষা খাতে তার আন্তর্জাতিক সহায়তা আকার ২শ’ কোটি ইউরো বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে এবং সবচেয়ে বড় অংশটি ইউক্রেনের পক্ষে সামরিক সহায়তার আকারে পরিকল্পনকরা হচ্ছে।

জার্মান অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডা টুইটারে নিশ্চিত করে বলেছেন, ২শ’ কোটি ইউরোর এই বরাদ্দ প্রধাণত ইউক্রেন যাবে এবং এই অর্থ ইউক্রেনকে সামরিক সরঞ্জাম ক্রয়ে ব্যবহার করতে হবে।