আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নতুন করে ৮০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দেয়ার প্রস্তুতি নিচ্ছে। এক সপ্তাহেরও কম সময় আগে একই পরিমাণ অংকের সামরিক সহায়তা ইউক্রেনকে দিয়েছে ওয়াশিংটন। মার্কিন সংবাদ মাধ্যম মঙ্গলবার এ কথা জানায়।
সিএনএনের খবরে বলা হয়েছে, নতুন প্যাকেজের খুঁটিনাটি দিক নিয়ে এখনও কাজ চলছে। জো বাইডেন প্রশাসনের সিনিয়র তিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সিএনএন এ খবর জানিয়েছে।
এনবিসি’র খবরে বলা হয়, রাশিয়া হামলা জোরদার করায় কিয়েভকে সহায়তার লক্ষ্যে নতুন এ প্যাকেজে আরো কামান এবং কয়েক হাজার গোলা অন্তর্ভূক্ত করা হচ্ছে।
হোয়াইট হাউসের নারী মুখপাত্র জেন পাসাকি বলেন, বাইডেনসহ বিশ্বের অন্য নেতৃবৃন্দ আলোচনায় অংশ নিয়ে ইউক্রেনকে সামরিক সহায়তার আহ্বান জানিয়েছেন।
এদিকে গত ১৩ এপ্রিল বাইডেন ইউক্রেনের জন্য ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ উন্মোচন করেন।
পেন্টাগণ সোমবার বলেছে, এই প্যাকেজের প্রথম চালান ইতোমধ্যে ইউক্রেন সীমান্তে পৌঁছেছে।
উল্লেখ্য, বাইডেন শাসনামলে ইউক্রেনকে এ পর্যন্ত তিন’শ ২০ কোটি ডলার নিরাপত্তা সহযোগিতা প্রদান করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।