ইউক্রেনে অভিযানের আগেই ম্যালওয়ার হামলা শুরু হয়েছে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কয়েক ঘণ্টা আগে নতুন কিছু ম্যালওয়ার আবিষ্কার করেছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এক নতুন ব্লগ পোস্টে মাইক্রোসফট জানায়, একটি সফটওয়্যার ও সাইবার নিরাপত্তা কোম্পানি হিসেবে সরকার ও বিভিন্ন দেশকে সাইবার হামলা ঠেকাতে সহযোগিতা করা তাদের মূল দায়িত্বগুলোর মধ্যে অন্যতম। এ লক্ষ্যে তারা ইউক্রেনে চলমান পরিস্থিতির ওপর গভীর পর্যবেক্ষণ বজায় রাখছে। খবর টেকরাডার।

প্রতিষ্ঠানটি জানায়, মাইক্রোসফট থ্রেট ইন্টেলিজেন্স সেন্টার (এমএসটিআইসি) কর্তৃক ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই পরিস্থিতি নজরে রাখা হচ্ছে। এ সময় দলটি ইউক্রেনের ডিজিটাল অবকাঠামোয় বেশ কয়েকটি সাইবার হামলার চেষ্টা দেখতে পায়।

ইউক্রেনের সরকারকে এ ব্যাপারে সতর্ক করার পাশাপাশি একটি নতুন ম্যালওয়্যার প্যাকেজও শনাক্ত করেছে মাইক্রোসফটের নিরাপত্তা দল। নতুন এ ম্যালওয়্যারকে ফক্সব্লেড নামে অবহিত করা হয়েছে। একই সঙ্গে এটিকে শনাক্ত ও মোকাবেলার জন্য মাইক্রোসফট ডিফেন্ডারে নতুন কিছু টুল যুক্ত করা হয়েছে।

কয়েক দিন ধরেই ইউক্রেনের কর্মকর্তাদের থ্রেট ইন্টেলিজেন্স ও সাইবার প্রতিরক্ষা পরামর্শ দিয়ে যাচ্ছে মাইক্রোসফট। ইউক্রেনিয়ান মিলিটারি ইনস্টিটিউটশন, অবকাঠামো ও বিভিন্ন সরকারি এজেন্সিতে রুশ হ্যাকারদের সাইবার হামলা ঠেকাতে এসব পরামর্শ দিচ্ছে মাইক্রোসফট। মার্কিন সফটওয়্যার জায়ান্ট জানায়, ২০১৭ সালে নটপেটয়া হামলার পর ইউক্রেনের অর্থনীতি ও অন্যান্য খাতে এমন সংঘবদ্ধ সাইবার হামলা আর প্রত্যক্ষ করা যায়নি।

সামরিক ও সরকারি ব্যবস্থাপনায় সাইবার হামলার পাশাপাশি ইউক্রেনের বেসরকারি খাতেও সাইবার হামলার চিত্র দেখতে পেয়েছে মাইক্রোসফট। বিশেষ করে দেশটির আর্থিক খাত, কৃষি খাত, জরুরি সেবা খাত, মানবিক সাহায্য খাত ও জ্বালানি খাতে সাইবার হামলা পরিচালনা করা হয়েছে। বেসামরিক লক্ষ্যবস্তুর ওপর এমন হামলা জেনেভা কনভেনশন অনুযায়ী উদ্বেগ সৃষ্টি করছে। এ কারণে হামলাসংক্রান্ত সব তথ্য ইউক্রেন সরকারের কাছে তুলে ধরছে মাইক্রোসফট।

সাইবার হামলার পাশাপাশি ইউক্রেনের নাগরিকদের ব্যক্তিগত শনাক্তকরণ তথ্য (পিআইআই), স্বাস্থ্য, বীমা ও যোগাযোগসংক্রান্ত তথ্যও হ্যাক করার চেষ্টা করা হচ্ছে বলে জানায় মাইক্রোসফট।

সামনের দিনগুলোয় এ ধরনের আরো অনেক হামলার তথ্য পাওয়া যাবে বলে আশঙ্কা করছে মাইক্রোসফট।

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছেন ‘রোমান্টিক’ পুতিন, আলোচনায় সুন্দরী কাবায়েভা