আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার আক্রমণে তছনছ হয়ে গেছে ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর খারকিভ। যুদ্ধবিমান ও কামান থেকে বৃষ্টির মতো গো লা-বো মা র আঘাতে ছত্রখান চারদিক। ভবনগুলো দাঁড়িয়ে আছে বো মা র আঘাতের চিহ্ন নিয়ে। রাস্তার পাশে দেখা যাচ্ছে গুলিতে ঝাঁঝরা দেয়াল।
দিন ও রাতে খারকিভ শহর ঘুরে এমন ভিডিওচিত্র ধারণ করেছেন বিবিসির সাংবাদিকরা। তাদের বর্ণনায় উঠে এসেছে- শহরটিতে এখন ভূতুড়ে পরিস্থিতি। রাত হলেই রাস্তাঘাট, ঘরবাড়ি নীরব। চারদিক সুনসান।
খারকিভের মতো অবস্থা মারিউপোলের। সেখানে বড় একটি ভবনের বেজমেন্টে আটকে আছে শত শত মানুষ। তীব্র খাদ্য সংকট তাদের। নেই খাবার পানি। জরুরি স্বাস্থ্যসেবা প্রয়োজন। সেখানে সংক্রমণের কারণে অনেকের শরীরে পচন ধরেছে।
স্থানীয় শিক্ষক আনাসতাসিয়া পনমারেভা জানিয়েছেন, যুদ্ধের শুরুতে তিনি শহর ছাড়লেও শহরে থাকা অনেকের সঙ্গে তার যোগাযোগ আছে। এখন পরিস্থিতি খুবই মারাত্মক। তারা বন্ধুরা পরিবারের সঙ্গে দিনের বেশিরভাগ সময় ভবনের বেজমেন্টেই থাকেন। সূর্যের আলোর সংস্পর্শ পেতে কখনও কখনও ভবনের ওপরে উঠছেন। তবে বাইরে বের হওয়ার সুযোগ তাদের নেই। নিরাপত্তার অভাবে বাড়িঘর ছেড়ে বেজমেন্টেই প্রায় তিন সপ্তাহ পার করে দিয়েছেন তারা।
খারকিভ শহরের পশ্চিম দিকের শহরতলিতে একটি হাসপাতালের কর্মীরা বলছেন, তারা যেন রুশ সেনাদের হাতে জিম্মি হয়ে আছেন। তাদের একজন জানিয়েছেন, আশপাশের অন্তত চারশ মানুষকে জোর করে বাড়ি থেকে হাসপাতালে এনে রেখেছে রুশ সেনারা। আমরা এখানেই আটকে পড়েছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।