আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনজুড়ে সোমবার সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রুশ বাহিনী আজ ইউক্রেনে ৪০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আজকেও রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে বলে কিয়েভের কর্মকর্তারা দাবি করেছেন। এতে করে ইউক্রেনজুড়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
ইউক্রেনের কিয়েভে অবস্থানরত বিবিসির সাংবাদিক হুগো বাচেগা বলেছেন, ইউক্রেনেজুড়ে রাশিয়া এখন যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে তা সহজ অনুমেয় হয়ে উঠেছে। রাশিয়া এখন ইউক্রেনজুড়ে দেশটির বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলা চালাচ্ছে।
ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার এখন কৌশল হচ্ছে শীতের আগে বিদ্যুৎ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া এবং ইউক্রেনীয়দের মনোবল ভেঙে ফেলা। কেননা দেশটির নাগরিকদের বিদ্যুৎবিভ্রাট সহ্য করতে হবে। যেখানে শীতকালে ইউক্রেনে মাইনস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেমে যায়।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ক্ষেপণাস্ত্র ও ইরানি কামিকাজে ড্রোন দিয়ে ইউক্রেনের এক তৃতীয়াংশ বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস করেছে রুশ বাহিনী। রিপোর্ট, দেশটির বিভিন্ন শহর-নগর এখন বিদ্যুৎহীনতায় ভুগছে এবং নাগরিকদের কম করে বিদ্যুৎ খরচের আহ্বান জানানো হচ্ছে।
আজ সকালে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুবেলা বলেন, যুদ্ধক্ষেত্রে লড়াইয়ের পরিবর্তে রাশিয়া নাগরিকদের বিরুদ্ধে লড়ছে। এদিকে রুশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইউক্রেন বলছে, তাদের আরও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দরকার।
ইউক্রেনকে সাহায্য করতে ইতোমধ্যে জার্মানি অস্ত্র পাঠিয়েছে। এ ছাড়া ব্রিটেন ও যুক্তরাষ্ট্রও ঘোষণা দিয়েছে তারা ইউক্রেনকে এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।