আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে বিদেশি অস্ত্রবাহী একটি সামরিক পরিবহন বিমান ভূপাতিত করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছেন। খবর পার্সটুডে’র।
![](https://i0.wp.com/inews.zoombangla.com/wp-content/uploads/2021/04/%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9F.jpg?resize=788%2C454&ssl=1)
গত প্রায় তিন মাস ধরে ইউক্রেনে যুদ্ধ চলছে এবং এ পর্যন্ত ২৫টি দেশ কিয়েভে যুদ্ধাস্ত্র পাঠিয়েছে। এ ধরণের পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে আসছে মস্কো।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনের ওডেসা প্রদেশে একটি সামরিক পরিবহন বিমান ধ্বংস করা হয়েছে। বিদেশি অস্ত্র বহনের সময় রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ধ্বংস হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে উল্লেখ করা হয়েছে।
ইগোর কোনাশেনকভ আরও বলেন, অস্ত্রবাহী বিমান ছাড়াও ইউক্রেনের সামরিক বাহিনীর আরও ব্যাপক ক্ষতি হয়েছে। ইউক্রেনের ৪৯টি সামরিক অবস্থান, রকেট নিক্ষেপের দায়িত্বে থাকা দুই ব্যক্তি এবং বড় একটি অস্ত্রাগার ধ্বংস হয়েছে। এই অস্ত্রাগারে রকেট ও কামানের গোলা রাখা ছিল। রুশ হামলায় সাড়ে তিনশ’ উগ্র জাতীয়তাবাদী যোদ্ধাও প্রাণ হারিয়েছে বলে জানান এই মুখপাত্র।
ইউক্রেনের বিমান বাহিনীর ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনাশেনকভ বলেন, রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে দু’টি টিইউ-১৪৩ জঙ্গিবিমান, একটি এমআই-২৪ হেলিকপ্টার এবং ১৩টি ড্রোন ধ্বংস করা সম্ভব হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ অভিযান চালাচ্ছে রাশিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।