ইউক্রেনকে ‘লম্বা সময়ের’ জন্য সহায়তা করতে প্রস্তুত ইইউ

জেলেনস্কি-ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ মঙ্গলবার বলেছেন, রাশিয়াকে প্রতিহত করতে ‘ইউক্রেনকে লম্বা সময়ের’ জন্য সহায়তা করতে প্রস্তুত আছে ইউরোপীয় ইউনিয়ন।
জেলেনস্কি-ম্যাক্রোঁ
কিয়েভে অনুষ্ঠিত ক্রিমিয়া প্লাটফর্ম কনফারেন্সে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে এমন কথা জানান ফরাসি প্রেসিডেন্ট।

তিনি বলেন, যুদ্ধের ছয় মাস অতিবাহিত হওয়ার পর, আমাদের সংকল্প পরিবর্তন হয়নি এবং এটি দীর্ঘ সময়ের জন্য অব্যাহত রাখার ব্যাপারে আমরা প্রস্তুত আছি।

তিনি আরও বলেছেন, বর্তমানে বিশ্বে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে; এর জন্য একমাত্র দায়ী ২৪ ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়ার আক্রমণ।

তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ নিয়ে কোনো ধরনের আপস করা সম্ভব না। কারণ এটি আমাদের স্বাধীনতা, সবার চিন্তা ও বিশ্বের শান্তির বিষয়।

এদিকে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে পশ্চিমা দেশগুলো। এতে করে রাশিয়ার বিরুদ্ধে শুরুতেই হার এড়াতে পেরেছে ইউক্রেন।

সূত্র: এএফপি

শরীর আবৃত করে পোশাক পরায় কানাডায় মুসলিম মা-মেয়েকে সাঁতারে বাধা!