আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের পর ইউক্রেকে হামলার জন্য আকাশে ওড়ানো ছয়টি নিজস্ব ড্রোন ধ্বংস করেছে রাশিয়া।
বুধবার (১৯ মার্চ) এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে পুতিনের নির্দেশ পালন করতে নিজস্ব ড্রোনগুলো গুলি করে ভূপাতিত করতে হয়েছে। গতকাল মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর পুতিন এই নির্দেশ দিয়েছেন।
ক্রেমলিন জানিয়েছে, ফোনালাপের সময় ইউক্রেন সংঘাতে ৩০ দিনের জন্য একে অপরের জ্বালানি অবকাঠামোতে আঘাত না করার ট্রাম্পের প্রস্তাব গ্রহণ করেছেন পুতিন। রাশিয়ান নেতা অবিলম্বে সেনাবাহিনীকে এটি মেনে চলার নির্দেশ দিয়েছেন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, যখন পুতিনের নির্দেশ আসে তখন সাতটি রাশিয়ান আক্রমণাত্মক ড্রোন আকাশে ছিল। নিকোলায়েভ অঞ্চলে ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামোগত সাইটগুলো লক্ষ্য করে রাখা হয়েছিল এগুলো। পরে ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে একটি যুদ্ধবিমান দিয়ে ছয়টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়।
এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি করেছে, পুতিন ও ট্রাম্পের ফোনালাপের মাত্র কয়েক ঘণ্টা পরেই ইউক্রেনের সরকার রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের কাভকাজস্কায়া গ্রামে একটি জ্বালানি অবকাঠামোগত সাইটে তিনটি ড্রোন দিয়ে ইচ্ছাকৃতভাবে আক্রমণ চালিয়েছে। হামলায় ঘটনাস্থলে থাকা একটি তেলের ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগুন লেগেছে।
বিবৃতিতে বলা হয়েছে, স্পষ্টতই এটি কিয়েভ সরকারের একটি পূর্বপরিকল্পিত উস্কানি। এর লক্ষ্য ছিল মার্কিন প্রেসিডেন্টের শান্তি উদ্যোগকে নষ্ট করা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।