আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চলাকালীন রুশ বাহিনী ইউক্রেনের সামরিক-শিল্প খাত এবং পরিবহণ ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি সাইটগুলিতে ব্যাপক হামলা চালিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার এ হামলা চালানো হয় বলে জানান দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকভ।
তিনি বলেন, ‘২৬ জানুয়ারি রুশ সশস্ত্র বাহিনী দূরপাল্লার বায়ু, সমুদ্র-ভিত্তিক নির্ভুল অস্ত্র এবং মনুষ্যবিহীন বিমান যান দ্বারা ইউক্রেনীয় সামরিক, শিল্প সেক্টরের প্রতিষ্ঠানগুলো এবং পরিবহণ ব্যবস্থা পরিচালনার জন্য সরবরাহকারী বিদ্যুৎ ও জ্বালানি সাইটগুলোর বিরুদ্ধে একটি বিশাল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ব্যাপক হামলার লক্ষ্য অর্জিত হয়েছে।
জেনারেল বলেন, ‘সমস্ত মনোনীত সুবিধাগুলো আঘাত করা হয়েছিল। বিশেষ করে, ব্যাপক হামলা যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সামরিক বাহিনীকে ন্যাটো সরবরাহকৃত অস্ত্রসহ অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ ব্যাহত করেছে।
তিনি আরও বলেন, ইউক্রেনীয় সামরিক সরঞ্জাম মেরামত এবং পুনরুদ্ধারের জন্য উৎপাদন ক্ষমতার অপারেশন ব্যাহত হয়েছে।
সূত্র: তাস নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।