আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চল জাপোরিঝজিয়ার কিছু অংশ দখল করে রুশ সেনারা। এরপর সেসব অঞ্চলে বসায় নিজেদের আজ্ঞাবহ প্রশাসন।
রুশ বাহিনীর প্রতিষ্ঠিত প্রশাসন জানিয়েছে, জাপোরিঝজিয়ায় আটকে থাকা খাদ্য শস্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তারা।
আর এসব খাদ্য শস্যের বেশিরভাগ অংশ যাবে মধ্যপ্রাচ্যে।
রুশ সংবাদ সংস্থা টাস নিউজ সেখানে থাকা প্রশাসনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
জাপোরিঝজিয়ার প্রশাসনের প্রধান ইয়েভগেনি বালিটসকি টাস নিউজকে বলেছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ ইরান, ইরাক এবং সৌদি আরবে যাবে এসব পণ্য।
এদিকে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো দাবি করে রাশিয়া ইউক্রেনের খাদ্য শস্য চুরি করে সেগুলো বিক্রি করছে। তবে রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করে।
ইউক্রেনের চুরি করা শস্য বহন করার অভিযোগে তুরস্ক ইতিমধ্যে রাশিয়ার একটি কার্গো জাহাজ আটক করেছে। ইউক্রেনের অনুরোধের পর আটক করা হয় জাহাজটি। তুরস্ক জানিয়েছে, তারা ইউক্রেনের অভিযোগ যাচাই করে দেখবে।
সূত্র: আল জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।