আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান শুক্রবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
এ সময় তিনি আবারও কঠোর ভাষায় ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে কমব্যাট ড্রোন সরবরাহের বিষয়ে পশ্চিমা দাবি অস্বীকার করেছেন। খবর রয়টার্সের।
তিনি বলেছেন, পৃথিবীর অন্য যেকোনো যুদ্ধের মতো ইউক্রেনে চলমান যুদ্ধের ঘোর বিরোধী ইরান।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবাকে তিনি আরও বলেন, ইরান ইরাকের চাপিয়ে দেওয়া আট বছরের যুদ্ধে যে অভিজ্ঞতা অর্জন করেছে তাতে তার পক্ষে ইয়েমেন বা ইউক্রেন যুদ্ধকে সমর্থন করা সম্ভব নয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের আগে থেকে ভালো সম্পর্ক ছিল এবং দেশটির সঙ্গে আমাদের প্রতিরক্ষা খাতে সহযোগিতা বিদ্যমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।