Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি মঙ্গলবারের (১৫ মার্চ) আলোচনার পর রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। মঙ্গলবার গভীর রাতে এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, ‘আলোচনার (পক্ষগুলোর) অবস্থানগুলো ইতিমধ্যে আরো বাস্তবসম্মত বলে মনে হচ্ছে।’ খবর বিবিসি’র।
তবে তিনি এ-ও বলেন, ‘সিদ্ধান্তগুলো ইউক্রেনের স্বার্থের অনুকূলে হওয়ার জন্য এখনো সময় প্রয়োজন। ’
রুশ ও ইউক্রেনীয় আলোচকদের মধ্যে সংলাপ অব্যাহত রয়েছে।
প্রেসিডেন্ট জেলেনস্কি আজ মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন। কিছুদিন আগেই তিনি ইতিহাস গড়ে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে ভিডিও লিংকের মাধ্যমে ভাষণ দেন। কোনো বিদেশি নেতার কমন্স সভায় সেটাই ছিল প্রথম ভাষণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।