Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলিনস্কির পত্নী ওলেনা জেলিনস্কার দেহে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। তবে তিনি কোনও হাসপাতালে ভর্তি হননি, বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার (১২ জুন) তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে বলে তিনি নিজেই ফেসবুকে জানিয়েছেন।
ফেসবুকে দেয়া এক পোস্টে সে দেশের ফার্স্ট লেডি ওলেনা জেলিনস্কা লেখেন, আজ (১২ জুন) আমি করোনাভাইরাস শনাক্ত পরীক্ষার পজিটিভ রিপোর্ট পেয়েছি। এটা অপ্রত্যাশিত সংবাদ। আমি ও আমার পরিবার মাস্ক, গ্লাভস পরিধানসহ সব নিয়ম মেনে চলছি। ভলোদিমির জেলিনস্কি ও বাচ্চার কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি ভালো অনুভব করছি। তবে পরিবারের সদস্যদের কাছ থেকে দূরে থাকছি।’
রাশিয়ার প্রতিবেশী দেশ ইউক্রেনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৭৫৩ জন। আর এতে মারা গেছে ৮৭০ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।