আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রীনফিল্ড ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সৈন্য মোতায়েনের নির্দেশকে ‘অর্থহীন’ বলে অভিহিত করেছেন। এক্ষেত্রে ভøাদিমির পুতিনের দাবি পূর্ব ইউক্রেনে তার সৈন্য শান্তিরক্ষীর কাজ করবে। খবর এএফপি’র।
ইউক্রেন সংকট বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বক্তব্য দেয়ার সময়, মার্কিন দূত বলেন, ‘আমরা জানি তাদের প্রকৃত উদ্দেশ্য কি।’ এ ব্যাপারে শান্তি রক্ষা বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোসমেরি ডিকার্লোর মন্তব্যের পর তিনি এমন কথা বলেন। ডিকার্লো ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী দুইটি অঞ্চলে রাশিয়ার সৈন্য মোতায়েনের ব্যাপারে ‘দুঃখ’ প্রকাশ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।