আন্তর্জাতিক ডেস্ক : এত দিন ধরে কোকা কোলার সঙ্গে বেকিং সোডা আর মেন্টোস মিশিয়ে ছোটখাটো বিস্ফোরণের ভিডিও আপলোড হতো ইউটিউবে।
সেই ভিডিওতে হাজার হাজার লাইক শেয়ারও পড়ত।
কিন্তু এবার ইউটিউব কেঁপে উঠল রাশিয়ান ইউটিউবারের বড় বিস্ফোরণে।
২ কিংবা ৫ নয় একেবারে ১০ হাজার লিটার কোকাকোলা সহযোগে রীতিমতো কোকাকোলার আগ্নেয়গিরি তৈরি করলেন ওই রাশিয়ান ইউটিউবার।
আর সেই ভিডিও সঙ্গে সঙ্গে ভাইরাল।
মেমিক্স নামে খ্যাত মোনাখোভ ও তার দল এই ভিডিওর জন্য ৭ লাখ টাকার মত খরচ করেছেন। ২০ মিনিটের ওই ভিডিওতে ১০ হাজার লিটার কোকাকোলা দিয়ে রীতিমতো দৈত্যাকার বিস্ফোরণ ঘটিয়েছেন তিনি।
ভিডিওটিতে ইতোমধ্যেই প্রায় ৮০ লাখ বার দেখেছেন নেটিজেনরা। ইতোমধ্যেই ১ লাখ ২৮ হাজার কমেন্ট এসেছে। অর্থাৎ ইউটিউব যে রীতিমতো কেঁপে উঠেছে তা বললে ভুল বলা হয় না।
প্রস্তুতি থেকে বিস্ফোরণের শেষ পর্যন্ত নিখুঁতভাবে সম্পূর্ণ অংশ ফুটিয়ে তুলেছেন সেই ইউটিউবার। যা দেখে আপ্লুত নেট দুনিয়া। আর শেষে সফল হওয়ার পর ইউটিবারের দলের হাসি বিস্ফোরণের পর যুদ্ধ জয়ের ঝলকানিও বলা যায়। জিনিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।