ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন অনেকে। কিন্তু সময়স্বল্পতা বা ব্যস্ততার কারণে সব সময় পুরো ভিডিও দেখা হয়ে ওঠে না। সমস্যা সমাধানে ইউটিউবে ভিডিও প্লেব্যাকের গতি কমবেশি করে দেখে থাকেন অনেকে। ব্যবহারকারীদের কাছে এ সুবিধা জনপ্রিয়তা পাওয়ায় এবার ইউটিউবের অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে নতুন নকশার প্লেব্যাক স্পিড নিয়ন্ত্রণ–সুবিধা আনতে কাজ করছে গুগল।
গুগলের তথ্যমতে, বর্তমানে ইউটিউব ভিডিওর প্লেব্যাক স্পিড নির্বাচন করা হলে উল্লম্বাকারে একটি মেনু পর্দাজুড়ে দেখা যায়। এতে ০.২৫ গুণ, ০.৫ গুণ, ০.৭৫ গুণ, সাধারণ, ১.২৫ গুণ, ১.৫ গুণ, ১.৭৫ গুণ এবং ২ গুণ—এসব অপশন নির্বাচন করে প্লেব্যাকের গতি নিয়ন্ত্রণ করা যায়। তবে নতুন নকশায় ইউটিউব প্লেব্যাক স্পিডের কন্ট্রোলারটি উল্লম্বভাবে প্রদর্শিত না হয়ে পর্দার নিচের অংশে দেখা যাবে। নতুন নকশায় পাঁচটি প্রিসেট স্পিড অপশন দেখা যাবে। এগুলো হলো ০.২৫ গুণ, ১.০ গুণ (সাধারণ), ১.২৫ গুণ, ১.৫ গুণ এবং ২.০ গুণ।
নতুন নকশার প্লেব্যাক স্পিড নিয়ন্ত্রণ–সুবিধায় একটি স্লাইডার যুক্ত করা হবে। এই স্লাইডার ব্যবহার করে ব্যবহারকারীরা ০.৫ গুণ করে প্লেব্যাকের গতি বাড়াতে পারবেন। স্লাইডারটি সামনে বা পেছনে টেনে অথবা দুই প্রান্তে থাকা ‘প্লাস’ ও ‘মাইনাস’ বাটনে ক্লিক করে দ্রুত ভিডিওর গতি পরিবর্তন করা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।