ইউটিউবের নতুন ইন্টারফেস স্মার্টফোনের জন্য

ইউটিউব

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য নতুন একটি ইন্টারফেস চালু করেছে ইউটিউব। প্রথমে অল্প কিছু ব্যবহারকারীর জন্য এ ইন্টারফেস উন্মুক্ত করা হলেও পর্যায়ক্রমে সবাই এটি ব্যবহারের সুযোগ পাবেন।

ইউটিউব

নতুন ইন্টারফেসে দ্রুততার সঙ্গে লাইক বাটনে প্রবেশাধিকারসহ আরো কিছু নিয়ন্ত্রণ ক্ষমতা পাবেন ব্যবহারকারীরা। ফলে ইউটিউব ব্যবহার আরো সহজ ও আনন্দদায়ক হয়ে উঠবে। খবর দ্য ভার্জ।

অতীতে অ্যান্ড্রয়েড বা আইওএসে ফুলস্ক্রিনে ভিডিও দেখার সময় লাইক-ডিসলাইক, শেয়ার ও প্লেলিস্টে অ্যাড করার বাটন দেখতে হলে স্ক্রিন ছোট করতে হতো। অর্থাৎ ফুলস্ক্রিন থেকে বের হয়ে আসার পর এগুলো পাওয়া যেত।

বাজারে নতুন মডেলের লেনোভো আইডিয়াপ্যাড ডি৩৩০

এ কারণে ব্যবহারকারীদের অনেকে বিরক্ত হতেন। সেই বিরক্তি থেকে মুক্তি দিতেই নতুন ইন্টারফেস চালু করেছে ইউটিউব কর্তৃপক্ষ। এখন থেকে ফুলস্ক্রিনে থাকলেও এসব বাটন পাওয়া যাবে। ব্যবহারকারীরা ফুলস্ক্রিনে ভিডিও দেখার সময় ভিডিওর ওপর চাপ দিলেই নিচের দিকে এসব বাটন দেখতে পাবেন। শুধু তাই নয়, ভিডিও চলার সময়েই যেকোনো বাটনের কাজ করা যাবে। এতে ভিডিও থামবে না।