জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউনিয়ন পরিষদের একটি কক্ষের তালা ভেঙে টিসিবির লুট করা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজনকে সন্দেহ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী টিসিবি ডিলার মো. সোহাগ।
এ দিকে পণ্য লুট হওয়ায় দূর-দূরান্ত থেকে আসা উপকারভোগীদের খালি হাতে ফিরতে হয়েছে। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন উপকারভোগীরা।
ডিলারের দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সরিষা ইউনিয়নের ৭৮৫ জন উপকারভোগীর জন্য টিসিবির ৫০ কেজি ওজনের ৩১ বস্তা ডাল বরাদ্দ হয়। বরাদ্দকৃত ডাল বুধবার রাত সাড়ে বারোটার দিকে ডিলারের মাধ্যমে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসে পৌঁছায়। এরপর ডিলার ইউনিয়ন পরিষদের সচিবকে অবগত করলে আসোম উদ্দিন (৬৫) নামে এক গ্রাম পুলিশকে বুঝিয়ে দিয়ে চলে যেতে বলে। সচিবের কথা মতো গ্রাম পুলিশের উপস্থিতিতে ডিলার ট্রাক থেকে পণ্য নামিয়ে পরিষদের পুরনো একটি কক্ষে ঢুকায়। এমন সময় স্থানীয় মো. হোসেন আলীর ছেলে মো. তাহের মিয়া (৪৫), সোহরাব আলীর ছেলে সবুজ মিয়া (৪০), লাল মিয়ার ছেলে দীন ইসলাম (৩৫) এসে উপস্থিত হয়। উপস্থিত তিনজন ডিলারকে ভয়ভীতি দেখিয়ে বলে এত রাতে মাল নামাচ্ছেন, চুরি কিংবা লুট হয়ে গেলে এর দায় কে নিবে?
ডেঙ্গু আক্রান্ত সাংবাদিক আরিফ শাওনের খোঁজ নিলেন তারেক রহমানডেঙ্গু আক্রান্ত সাংবাদিক আরিফ শাওনের খোঁজ নিলেন তারেক রহমান
এ সময় তাহের মিয়া বলেন, ১ হাজার টাকা দেন আমি পাহারার ব্যবস্থা করছি। তখন ডিলার ৫০০ টাকা দিতে রাজি হয়। পরে তাহের রেগে জানায় ৫০০ টাকায় হবে না। দেশের যে অবস্থা চুরি-ছিনতাই হলে আমাদেরকে দোষারোপ করবেন না। এই বলে তারা সেখান থেকে চলে যায়। এরপর ডিলার গ্রাম পুলিশকে পণ্য বুঝিয়ে দিয়ে কক্ষে তালা দিয়ে বাড়ি চলে যান। এরপর বৃহস্পতিবার সকাল ৭ টায় ইউনিয়ন পরিষদের সচিব কল দিয়ে জানায় যেই কক্ষে পণ্য রাখা হয়েছিল সেটার দরজা-জানালা ভেঙে টিসিবির পণ্য চুরি হয়েছে। এরপর আমি বিষয়টি তৎক্ষণাৎ ইউপি চেয়ারম্যান,ট্যাগ অফিসার ও থানা-পুলিশকে অবগত করি। এ দিকে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে আঠারবাড়ি রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. গোলাম কিবরিয়া দিনভর অভিযান করেও কোনো মালামাল উদ্ধার করতে পারেননি।
তাহেরা বানু নামে এক উপকারভোগী বলেন, বাজারে জিনিসপাতির যে দাম, পণ্যগুলো পেলে অনেক উপকার হতো। আমাদের রিজিকের ওপর যারা হাত দিয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাই।’
এ প্রসঙ্গে ডিলার সোহাগ বলেন, আমি শতভাগ নিশ্চিত ১ হাজার টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গ্রাম পুলিশসহ বাকিরা এই কাণ্ড ঘটিয়েছি। প্রশাসনের কাছে আমার দাবি, অভিযুক্তদের আইনের আওতায় এনে যেন জিজ্ঞাসাবাদ করেন। তাহলেই সব তথ্য বেরিয়ে আসবে।’
এ প্রসঙ্গে গ্রাম পুলিশ আসোম উদ্দিন বলেন, ডিলার আমাকে বলে টিসিবির পণ্যগুলো পাহারা দিলে ৫০০ টাকা দিবে। পরে আমি তাকে বলি আমি অসুস্থ মানুষ, এক হাজার টাকা দেন অন্য কাউকে দিয়ে পাহারা দেওয়াই। পরে ডিলার আর আমাকে কিছু না বলে চলে যায়। আমিও গিয়ে ঘুমিয়ে পড়ি। এরপরে সকালে ফজরের নামাজ পড়তে যাব এমন সময় দেখি টিসিবির পণ্য রাখা রুমের দরজা-জানালা ভাঙা। পরে আমি বিষয়টি তাৎক্ষণিক সচিবকে জানাই। এছাড়া আমি এই বিষয়ে কিছুই জানি না।’
এদিকে ১ হাজার টাকা দিয়ে পাহারাদারের ব্যবস্থা করে দেওয়ার বিষয়টি স্বীকার করে তাহের মিয়া বলেন, যেই ঘরটিতে পণ্য রাখা হয়েছিল, সেটার দরজা-জানালা আগে থেকেই ভাঙা ছিল। তাই বলেছিলাম দুই-তিনজন পাহারাদার ব্যবস্থা করতে। কিন্তু ডিলার বিষয়টি গুরুত্ব না দেওয়ায় আমি চলে যাই। আমার বিরুদ্ধে যেই অভিযোগ উঠেছে তা সত্য নয়।’
সরিষা ইউনিয়ন পরিষদের সচিব নুরুজ্জামান বলেন, পরিষদের যেই কক্ষে পণ্য রাখা হয়েছিল, সেটি অনেক আগে থেকেই পরিত্যক্ত। দরজা-জানালা ভাঙা। তাই আমি ডিলারকে বলেছিলাম, গ্রাম পুলিশের সঙ্গে আরো দুই-তিনজন পাহারাদার ব্যবস্থা করতে। কারণ, গ্রামপুলিশ অসুস্থ এবং রাতে চোখে দেখে না। কিন্তু ডিলার আমার কথা শুনেনি। যে কারণেই এই ঘটনা ঘটেছে।’
ইউপি চেয়ারম্যান একরাম হোসেন ভূঁইয়া বলেন, অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। বুধবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ঘটনাটি ঘটেছে। ইউনিয়ন পরিষদের পুরোনো হাফ বিল্ডিংয়ের একটি কক্ষে ডালের বস্তাগুলো রাখা হয়েছিল। সেই কক্ষের দরজা মজবুত ছিল না। তবে তালা লাগানো ছিল। দরজা ও তালা ভেঙে ডালের বস্তাগুলো লুট করা হয়েছে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পয়েছি। মালামাল উদ্ধারে অভিযান চলছে। এ ছাড়া অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার বলেন, ইউনিয়ন পরিষদ থেকে টিসিবির পণ্য গায়েবের বিষয়টি জেনেছি। ইউপি চেয়ারম্যান, থানা-পুলিশ ও সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বলেছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।