Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ইউপি চেয়ারম্যানের ৩ বিঘার বাড়ি, ৪৮ লাখ টাকার গাড়ি, প্রতিটি জানালার পর্দা ৮০ হাজার টাকা
    জাতীয় বিভাগীয় সংবাদ

    ইউপি চেয়ারম্যানের ৩ বিঘার বাড়ি, ৪৮ লাখ টাকার গাড়ি, প্রতিটি জানালার পর্দা ৮০ হাজার টাকা

    জুমবাংলা নিউজ ডেস্কSeptember 13, 20203 Mins Read
    ছবি সংগৃহীত
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ও সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চেয়ারম্যান ও সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েতুল আলমের ‘অবৈধ সম্পদ’ অর্জনের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করেছে। দুদক পাবনার সমন্বিত জেলা কার্যালয় এ অনুসন্ধান করছে। জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোয়াজ্জোম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

    এ বিষয়ে তিনি বলেন, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে আমরা তার অবৈধ সম্পদের অনুসন্ধান করছি। সে হিসাবে তার বক্তব্য কী তা জানতে তাকে ৮ সেপ্টেম্বর দুদক পাবনার সমন্বিত জেলা কার্যালয়ে তলব করা হয়। তিনি ওই দিন হাজির হয়ে তার বক্তব্য দিয়েছেন। তার এ বক্তব্য যাচাই-বাছাইসহ অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু হয়েছে। এটি শেষ হলে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

    দুদক কর্মকর্তা আরো বলেন, অল্প সময়ের ব্যবধানে শুন্য থেকে কোটিপতি হওয়া এ চেয়ারম্যানকে ২ সেপ্টেম্বর দুদক পাবনার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আতিকুর রহমান স্বাক্ষরিত একটি পত্র দিয়ে ৮ সেপ্টেম্বর হাজির হতে বলা হয়।

    তিনি আরো বলেন, দুদক ঢাকার প্রধান কার্যালয় ওই চেয়ারম্যানের সম্পদের হিসাব অনুসন্ধানে দুদক পাবনা জেলা সমন্বিত কার্যালয়কে তদন্তের নির্দেশ প্রদান করেন। সেই মোতাবেক তাকে ওই দিন তলব করা হয়। তিনি যথা সময়ে হাজির হয়ে তার জবানবন্দী ও সম্পদের হিসাব দিয়েছেন।

       

    এ বিষয়ে হাটিকুমরুল ইউনিয়নের চেয়ারম্যান হেদায়েতুল আলম বলেন, আমি কোনো অবৈধ সম্পদ অর্জন করিনি। গাড়ি, বাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ আমার যা সম্পদ আছে সবই বৈধ। আমার কোনো অবৈধ সম্পদ নেই। সবকিছুর আয়কর ও ভ্যাট দেওয়া আছে।

    তিনি আরো বলেন, শুধু অভিযোগ দিলে তো হবে না, সেটার সত্যতাও থাকতে হবে। দুদক আমার সম্পদের হিসাব চেয়েছে, আমি হিসাব দিয়েছি। আশা করি তাদের তদন্ত আমার পক্ষেই আসবে। তিনি আরো বলেন, আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে পরাজিত প্রার্থীরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এ মিথ্যা অভিযোগ দিয়েছে। তাদের এ অভিযোগের কোনো ভিত্তি নাই।

    এ বিষয়ে সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাত বলেন, সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়াশিকা গ্রামের মোকছেদ আলীর মধ্যবিত্ত পরিবারে হেদায়েতুল আলমের জন্ম। টানা ৭ বছর সলঙ্গা থানা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর ২০১১ সালে তিনি প্রথম হাটিকুমরুল ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর দলীয় প্রতীক নৌকা পেয়ে তিনি ২০১৬ সালে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। দলীয় প্রভাব আর চেয়ারম্যানের ক্ষমতার দাপটে অর্জিত টাকায় তিনি বিলাসবহুল বাড়ি, সুপার মার্কেট, উন্নত মানের গাড়ি, জায়গা-জমির মালিক হয়েছেন। তার নানা অপকর্মের প্রতিবাদ করতে গিয়ে মারপিট ও হামলা-মামলার শিকার হয়েছেন নিজ দলের অনেক নেতাকর্মী। আবার নিজের পাল্লা ভারি করতে জামায়াত-বিএনপি থেকেও লোকজনকে নিজ দলে ভিড়িয়েছেন ১০/১২ জনকে।

    তিনি আরো বলেন, ইউপি চেয়ারম্যান হেদায়েতুল আলম চড়িয়াশিকায় ৩ বিঘা জমির উপরে নির্মাণ করেছেন দ্বিতল একটি বিলাসবহুল বাড়ি। যার প্রতিটি রুম এসি করা, প্রতিটি রুমে রয়েছে দেড় লাখ টাকা মূল্যের একেকটি টিভি মনিটর, প্রতিটি জানালার পর্দার দাম ৮০ হাজার টাকা। দ্বিতীয় তলার ছয়টি রুমে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের দামী ফার্নিচার রয়েছে। আছে দামি কমোড ও বেসিন।

    তিনি বলেন, হাটিকুমরুল গোলচত্বরের উত্তর পাশে ১৬ শতক জায়গার ওপর নির্মাণ করছেন বিশাল ৫তলা ভবন। তার নিজের ব্যবহৃত প্রাইভেটকারের দাম ৪৮ লাখ টাকা। স্ত্রীর রয়েছে প্রায় ২০০ ভরি স্বর্ণের গহনা। এ ছাড়া ব্যস্ততম সিরাজগঞ্জ রোড গোলচত্বরের নিয়ন্ত্রণ,পরিবহণ ব্যবসার নিয়ন্ত্রণ, চেইন মাস্টার নিয়োগ ও দোকানপাট বসিয়ে টাকা আদায়, মৎস্য আড়তের নিয়ন্ত্রণ তার হাতেই রয়েছে। বরফ বিক্রির কমিশন বাবদ তার আয় হয় প্রতিদিন ১০ হাজার টাকা। এলাকার মাদক ব্যবসার নিয়ন্ত্রণও তার হাতে। টাকা না পেলে কোনো দেন-দরবাবার করেন না তিনি।

    এ বিষয়ে সলঙ্গা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, চেয়ারম্যান হেদায়েতুল আলম নিজের অবস্থান শক্ত করার জন্য গত ৮/১০ বছরে প্রায় ১৪ জনকে জামায়াত-বিএনপি থেকে এনে আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পদে বসিয়েছেন। তার নানা অপকর্মের প্রতিবাদ করতে গিয়ে আমি ছাড়াও অন্তত ১৫ জন নেতাকর্মী মারপিট ও হামলা-মামলার শিকার হয়েছি। তার সঙ্গে কুলিয়ে উঠতে পারি না।  সূত্র : দেশ রূপান্তর

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    বহিষ্কার

    কুয়েটে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ৫ শিক্ষার্থী বহিষ্কার

    September 23, 2025
    ছুরিকাঘাত করে হত্যা

    রাঙ্গুনিয়ায় প্রতিবেশীর ছুরিকাঘাতে দিনমজুর নিহত

    September 23, 2025
    বরখাস্ত

    ধর্ষণের শিকার শিশুর পিতাকে গালি দেয়া সেই চিকিৎসক বরখাস্ত

    September 23, 2025
    সর্বশেষ খবর
    মালামাল লুট

    নারায়ণগঞ্জে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্র থেকে ৬০ লাখ টাকার মালামাল লুট

    বহিষ্কার

    কুয়েটে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ৫ শিক্ষার্থী বহিষ্কার

    বিক্ষোভ

    নাইজেরিয়ায় নারীদের সংরক্ষিত আসনের দাবিতে বিক্ষোভ

    ছুরিকাঘাত করে হত্যা

    রাঙ্গুনিয়ায় প্রতিবেশীর ছুরিকাঘাতে দিনমজুর নিহত

    বরখাস্ত

    ধর্ষণের শিকার শিশুর পিতাকে গালি দেয়া সেই চিকিৎসক বরখাস্ত

    অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পর্যবেক্ষণ

    কেমিক্যাল গুদামে দুর্ঘটনা রোধে ফায়ার সার্ভিসের তৎপরতা

    আটক

    নিউইয়র্কে আখতারের ওপর হামলা, আওয়ামী লীগ কর্মী আটক

    ধর্ষণ

    ধর্ষণ মামলার পর ভুক্তভোগী বিয়ের প্রস্তাব দিলেন অভিযুক্ত ব্যবসায়ী

    প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের পরিবার

    সুপার টাইফুন রাগাসা

    ভয়াবহ ঝড়ের আগাম সতর্কতায় হংকংয়ে সব স্কুল বন্ধ, ফ্লাইট বাতিল

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.