এবারের গ্রীষ্মের সামার ট্রান্সফার উইন্ডো ফুটবল ইতিহাসে বেশ স্মরণীয় হয়ে থাকবে। ইউরোপের দলগুলো কোটি কোটি টাকা খরচ করলেও সৌদি ক্লাবগুলো যা করে দেখিয়েছে তা অবিশ্বাস্য বটে। এবার ইংলিশ প্রিমিয়ারের দল আর্সেনালের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সাইন ইন ছিল ইংল্যান্ডের দুর্দান্ত খেলোয়াড় রাইস।
এস্টন ভিলা গত মৌসুম থেকে দুর্দান্ত খেলে আসছে। এবার সবাইকে চমকে দিয়ে তারা মূসা দিয়াবিকে কিনে নিয়েছে। তারা এবারে ইউরোপের কনফারেন্স লীগে অংশগ্রহণ করতে যাচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লীগের আরেক দল ব্রাইটন গত মৌসুমে যা করে দেখালো তা সবাইকে অবাক করে দিয়েছে।
আরেক দল ব্রাইটন এবার প্লেয়ার কেনার থেকে বেশি বিক্রি করেছে। প্রত্যেকটি প্লেয়ার বেশ ভালো দামি তারা বিক্রি করতে সক্ষম হয়েছে। সামার ট্রান্সফার উইন্ডোতে অন্যতম বড় চমক ছিল আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার এলেক্সিস ম্যাক এলিস্টারের ব্রাইটন থেকে লিভারপুল ক্লাবে যাওয়া।
গত মৌসুমে ম্যাক এলিস্টার ব্রাইটনকে গুরুত্বপূর্ণ অনেক ম্যাচ জিততে সহায়তা করেছেন। চেলসি ট্রান্সফার উইন্ডোতে এক বিলিয়ন পাউন্ড খরচ করে সবাইকে চমকে দিয়েছে। তারা সেন্টার ফরওয়ার্ড নিকোলাস জনসনকে ক্রয় করতে সক্ষম হয়েছে।
লিভারপুল থেকে দুই জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় সৌদি লীগে চলে গিয়েছে। হাঙ্গেরির অধিনায়ককে তারা দলে টানতে সক্ষম হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড ফ্রান্সের ওনানার মত দুর্দান্ত গোলকিপারকে ক্রয় করতে পেরেছে। ক্রোয়েশিয়ার ডিফেন্ডার ভার্দিওলকে দলে টানতে সক্ষম হয়েছে ম্যানচেস্টার সিটি।
ইতালির জনপ্রিয় মিডফিল্ডার টোনালি নিউ ক্যাসল ইউনাইটেডের হয়ে নিজের নতুন মৌসম শুরু করেছেন। জেমস মেডিসন এর মত পটেনশিয়াল খেলোয়াড়কে বেশ ভালো দামে নিজেদের করতে পেরেছে টোটেনহাম ক্লাব। তবে এবারের ট্রান্সফার মার্কেটের অন্যতম বড় চমক হচ্ছে ইংল্যান্ডের বেলিংহামকে রিয়াল মাদ্রিদ যেভাবে নিজেদের করে নিলো।
তাছাড়া নতুন মৌসুমে দুই পর্তুগিজ তারকা ক্যান্সেলো এবং জোয়াও ফেলিক্স বার্সেলোনার হয়ে খেলা শুরু করছেন। দীর্ঘদিন টটেনহামের হয়ে খেলার পর হ্যারি কেনের নতুন ঠিকানা এখন বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন লীগের ফাইনাল খেলা ইন্টার মিলন থুরামকে নিজেদের করে নিয়েছে। সাদিও মানে, বেনজেমা, নেইমারের মত খেলোয়াড়ি সৌদি প্রো লীগে যোগদান করেছে। সৌদি আরব তাদের ভিশন অনুযায়ী সঠিক পথেই রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।